নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার বেশ কয়েক মুহূর্ত আগেই ভোটের ট্রেন্ডে জয়ের নিশ্চয়তা পেতেই ট্যুইটারে বিহারকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে শুরু করলেন উচ্ছ্বসিত মোদি ৷ বিহারবাসীর উদ্দেশে তিনি লেখেন, ‘বিহারের যুবসমাজ এনডিএ-তে আস্থা রেখে বুঝিয়ে দিয়েছে যে এই দশক এবার বিহারের এবং আত্মনির্ভর বিহার হল তারই রোডম্যাপ ৷ যুবসমাজের এই আস্থা ও বিশ্বাসই এনডিএ-কে আগের থেকেও অতিরিক্ত পরিশ্রম করতে উৎসাহ যোগাবে ৷’
advertisement
শুধু যুব সমাজই নয়, বিহারের মেয়ে-বউদেরও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোদি ৷ তাঁর মতে, ‘এবার রেকর্ড সংখ্যক মহিলারা ভোট দান করে দেখিয়ে দিয়েছেন, আত্মনির্ভর বিহার গঠনে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ৷ আমি আজ সন্তুষ্ট ও প্রসন্ন যে গত কয়েক বছরে এনডিএ তাদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস জোগাতে পেরেছে ৷ এই আত্মবিশ্বাস বিহারকে এগোতে সাহায্য করবে ৷’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, এই জয় সমাজের বিশেষ কোনও শ্রেণী বা বিশেষ একটি অংশের সমর্থনে নয়, বরং গ্রাম হোক বা শহর, কৃষক হোক বা শ্রমিক, দোকানদার হোক বা চাকুরিজীবী, সবাই এনডিএ-এর ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এ আস্থা রেখেছে বলেই সম্ভব হয়েছে ৷ বিহারের সমস্ত জনতাকে সমর্থনের জন্য ধন্যবাদ ও একইসঙ্গে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিহারের জনতা জনার্দনের আর্শীবাদেই আরও একবার বিজয়ী হল লোকতন্ত্র ৷