প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি গত জুন মাসেই ১০০ বছরে পা রেখেছিলেন। সেই সময়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে দেখা করতে গান্ধীনগরে এসেছিলেন। তিনি মা হীরাবেন মোদির আশীর্বাদ নিয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
কয়েকদিন আগেই প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রীর মা। তারপরেই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। এরপরেই হীরাবেন মোদিকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর এমআরআই ও সিটি স্ক্যান করেন।
মায়ের সঙ্গে সেই সময়ে দেখা করতে হাসপাতালে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রায় দেড় ঘণ্টা তিনি সেখানে ছিলেন। চিকিৎসকদের কাছে মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। এরপর দিল্লি ফিরে আসেন।
বৃহস্পতিবার হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়, হীরাবেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে আচমকা ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি। জানা গিয়েছে, আজই আহমেদাবাদ ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুন, ফুটবল রাজপুত্র মারাদোনার পাশেই সম্রাট পেলে, আকাশে একসঙ্গে ফুটবল খেলার পালা এবার !
আরও পড়ুন, পেলের জন্য চোখের জল ফেলছেন মেসি নেইমার ! শ্রদ্ধা জানালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট
কলকাতায় প্রধানমন্ত্রীর এদিন বেশ কিছু কর্মসূচি ছিল। সেগুলিতে আপতত উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী। সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমেও উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।