TRENDING:

Russia-Ukraine War: রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার! অগাস্টে ইউক্রেন সফরে যেতে পারেন মোদি

Last Updated:

Russia-Ukraine War: অগাস্ট মাসে ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম ইউক্রেন সফর। উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অগাস্ট মাসে ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই হবে প্রধানমন্ত্রীর প্রথম ইউক্রেন সফর। উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি। সে দেশের সর্বোচ্চ সামরিক সম্মানও দেওয়া হয় তাঁকে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার! অগাস্টে ইউক্রেন সফরে যেতে পারেন মোদি
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার! অগাস্টে ইউক্রেন সফরে যেতে পারেন মোদি
advertisement

প্রসঙ্গত, অগাস্ট মাসে স্বাধীনতা পেয়েছিল ইউক্রেন। সেই উপলক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশের একাধিক সংবাদমাধ‍্যম। তবে বিদেশ মন্ত্রক এখনও সফরের আনুষ্ঠানিক ঘোষণা করেনি। জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে ফোনে মোদিকে ইউক্রেনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। জানা গিয়েছে, এবার সেই আমন্ত্রণই রক্ষা করবেন তিনি।

advertisement

আরও পড়ুন: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত‍্যিটা জানলে মাথা ঘুরে যাবে

গত কয়েক মাসে ভারত ও ইউক্রেনের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সম্প্রতি ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাকের সঙ্গে আলোচনা হয় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালেরও। এরপরই প্রধানমন্ত্রীর ইউক্রেন সফরের খবর সামনে এল।

advertisement

এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘‘দ্বিপাক্ষিক সম্পর্কের বিকাশ’’ নিয়ে আলোচনা হয়েছে। জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালিতে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন। সেখানে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল। মোদি সংঘাত থামাতে শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।’’ যুদ্ধ শুরুর পর এটা ছিল মোদি ও জেলেনস্কির দ্বিতীয় ব্যক্তিগত সাক্ষাৎ। তার আগে জাপানে গত বছরের G7 শীর্ষ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধান।

advertisement

আরও পড়ুন: মিইয়ে যাচ্ছে বিস্কুট, নষ্ট হচ্ছে মশলা, আলু পচছে চটজলদি! বর্ষার ‘হাজারো সমস‍্যার’ সহজ সমাধান রয়েছে রান্নাঘরেই, না জানলে বড় মিস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি মাসের শুরুতে মস্কো সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনা হয়। মোদির সফরের সময়ই ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে মিসাইল হামলা চালায় রাশিয়ান সেনা। শতাধিক মানুষের মৃত্যু হয়। ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুতিনকে বলেছিলেন, ‘‘নিষ্পাপ শিশুদের মৃত্যু বেদনাদায়ক এবং ভয়ঙ্কর।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Russia-Ukraine War: রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার! অগাস্টে ইউক্রেন সফরে যেতে পারেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল