TRENDING:

Narendra Modi: মাটির ভাঁড়ে চা..তারপরে UPI পেমেন্ট করলেন মোদি! ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও ভাইরাল

Last Updated:

বৃহস্পতিবারই দু’দিনের সফরে রাজস্থানের জয়পুরে উপস্থিত হয়েছেন ম্যাক্রঁ৷ জয়পুরে প্রায় ৬ ঘণ্টা ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ তাঁর সঙ্গে ছিলেন মোদিও৷ এদিন ম্যাক্রঁকে জয়পুরের সোলার অভসারভেটরি জন্তর মন্তর ঘুরিয়ে দেখান মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান: ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রঁ৷ ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে সাদর অভ্যর্থনাও জানিয়েছেন৷ উপহার দিয়েছেন, সদ্য উদ্বোধন হওয়া অযোধ্যার রামন্দিরের ছোট প্রতিকৃতি৷
advertisement

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজস্থানের জয়পুরে মোদি ও ম্যাক্রঁর চা খাওয়ার ভিডিও৷ রাস্তার ধারের চায়ের দোকানে মোদির পাশে বসে মাটির ভাঁড়ে চা খেতে দেখা গিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টকে৷ এমনকি, চা খাওয়া শেষে দোকানে UPI পেমেন্টও করেছেন মোদি৷

বৃহস্পতিবারই দু’দিনের সফরে রাজস্থানের জয়পুরে উপস্থিত হয়েছেন ম্যাক্রঁ৷ জয়পুরে প্রায় ৬ ঘণ্টা ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট৷ তাঁর সঙ্গে ছিলেন মোদিও৷ এদিন ম্যাক্রঁকে জয়পুরের সোলার অভসারভেটরি জন্তর মন্তর ঘুরিয়ে দেখান মোদি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: মাটির ভাঁড়ে চা..তারপরে UPI পেমেন্ট করলেন মোদি! ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল