১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে এই ট্রেন ৷ ট্রেনটির ইঞ্জিন ক্ষমতা প্রায় ১২ হাজার এইচপি ৷ বর্তমানে যেসমস্ত লোকোমোটিভ ট্রেন রয়েছে ভারতের মাটিতে তার মধ্যে সবথেকে দ্রুতগামী হতে চলেছে এই ট্রেনটি ৷ এই ট্রেনটি ৬ হাজার টন ওজন বহন করতে সক্ষম ৷
রাশিয়া, চিন, জার্মানি এবং সুইডেনের পর ভারতের মাটিতে প্রথম এই ধরণের ইলেক্ট্রিক লোকোমোটিভ ট্রেন চলবে ৷ এই ট্রেনটি তৈরির পিছনে এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা ৷ আগামী ১১ বছরে ভারতে এই ধরণের প্রায় ৮০০ টি ইঞ্জিন আনার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ যার জন্য এখনও পর্যন্ত ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র ৷
advertisement
মাধেপুরা রেল লোকো কারখানার ম্যানেজিং ডিরেক্টর সচিন গোয়েল নিউড 18-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ট্রেনের ইঞ্জিন তৈরি করা হয়েছে ৷ এছাড়াও ট্রেনগুলিতে রয়েছে এলইডি লাইট এবং রিজেনারেটিভ পাওয়ার টেকনলজি৷