গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। পাকিস্তানের জঙ্গি সংগঠন লশকর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) প্রাথমিক ভাবে এই ঘটনার দায় স্বীকার করে নেয়। এরপরেই জঙ্গিদের নিকেশ করতে অপারশন ‘সিঁদুর’ শুরু করে ভারতীয় সেনা।
আরও পড়ুন: ট্রেনে যাচ্ছেন হঠাৎ মাথার ওপর আকাশ ভেঙে গেল, আপনার জন্য দারুণ পরিষেবা এনেছে ট্রেন
এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদি বলেন, “অপারশন সিঁদুরের পরে এই প্রথম আমি কাশীতে এলাম। পহেলগামে ২৬ জন নিরীহ পর্যটককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার দেশের মেয়েদের সিঁদুরের বদলা নেওয়ার শপথ নিই। মহাদেবের আশীর্বাদে তাতেও সফল হয়েছি।”
এরপরেই তিনি বলেন, “আমি এই সাফল্য মহাদেবের চরণে অর্পণ করছি।”
আরও পড়ুন: ট্রাকচালকের প্রেমে পড়ে ছেড়েছিলেন ঘর, পালিয়ে মন্দিরে বিয়েও করেছিলেন ! এখন মহাবিপাকে
শনিবার বারাণসীতে মোট ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। প্রকল্পে ব্যয় হবে ২, ১৮৩,৪৫ কোটি টাকা। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দুই উপমুখ্যমন্ত্রী।