সূত্রের খবর অনুযায়ী, শীতকালীন অধিবেশনের শেষ দিনে স্পিকার তাঁর ঘরে সব দলের নেতা নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন৷ শুক্রবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, মন্ত্রিসভার সদস্য কে রাম মোহন নাইডু ও চিরাগ পাসওয়ান-সহ একাধিক সাংসদ৷
আরও পড়ুন: উত্তাল বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রীর বাড়ি! আবেদনেই আটকে ব্যর্থ ইউনূস
advertisement
এই আলোচনায় সাংসদরা প্রধানমন্ত্রীকে জানান যে অধিবেশনটি ফলপ্রসূ ছিল। তাঁরা আরও বলেন, শীতকালীন অধিবেশনটি আরও কিছুদিন বাড়ানো যেত, কারণ গভীর রাতে আইন পাস করাকে আদর্শ বলে মনে করা হয় না। উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ১ ডিসেম্বর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের কেন্দ্র ওয়েনাড নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন প্রিয়ঙ্কা৷ হালকা মেজাজের আলোচনায় প্রিয়ঙ্কা জানালেন তিনি ওয়েনাডের একটি ভেষজ উদ্ভিদ খেয়েছেন অ্যালার্জির সমস্যা মেটাতে৷
হালকা মেজাজে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে বিরোধীরা ভিবি জি-রাম-জি বিল-সহ একের পর এক প্রতিবাদে ব্যস্ত থাকায় অধিবেশন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হয়েছে, এবং তিনি তাঁদের কণ্ঠস্বরের ওপর অতিরিক্ত চাপ দিতে চাননি।
এন কে প্রেমচন্দ্রনের মতো সাংসদদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী৷ তিনি তাঁর সাম্প্রতিক বিদেশ সফরের কথাও বলেন৷ ইথিওপিয়ার রাজধানী শহরের পরিচ্ছন্নতার কথা উল্লেখ্য করে আদ্দিস আবাবার প্রশংসা করেছেন তিনি৷ তিনি আরও বলেন, ইথিওপিয়ার রাজধানী জর্ডানের আধুনিক শহর এমনকি দুবাইয়ের সঙ্গেও পাল্লা দিতে পারে।
লোকসভা স্পিকার ওম বিড়লা জানান, এই অধিবেশনে সংসদের উৎপাদনশীলতা ছিল ১১১ শতাংশ এবং এই সহযোগিতার মনোভাবই গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে অর্থবহ আলোচনা সম্ভব করেছে।
উচ্চকক্ষে, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তাঁকে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন যে অধিবেশনটি ফলপ্রসূ ছিল।
