TRENDING:

মোদির সঙ্গে চায়ের আড্ডায় প্রিয়ঙ্কা! ওয়ানাদ নিয়ে চর্চা, শীতকালীন অধিবেশন শেষে অন্য ছবি!

Last Updated:

PM Modi, Priyanka Gandhi: শীতকালীন সংসদ অধিবেশন শেষ হওয়ার দিনে হালকা মেজাজে আলাপ আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে কঠোর বাক্য বিনিময় হলেও সংসদের বাইরে অন্য ছবি৷ শীতকালীন সংসদ অধিবেশন শেষ হওয়ার দিনে হালকা মেজাজে আলাপ আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা৷
মোদির সঙ্গে চায়ের আড্ডায় প্রিয়ঙ্কা! ওয়ানাদ নিয়ে চর্চা, শীতকালীন অধিবেশন শেষে অন্য ছবি!
মোদির সঙ্গে চায়ের আড্ডায় প্রিয়ঙ্কা! ওয়ানাদ নিয়ে চর্চা, শীতকালীন অধিবেশন শেষে অন্য ছবি!
advertisement

সূত্রের খবর অনুযায়ী, শীতকালীন অধিবেশনের শেষ দিনে স্পিকার তাঁর ঘরে সব দলের নেতা নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন৷ শুক্রবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা, প্রধানমন্ত্রী মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, মন্ত্রিসভার সদস্য কে রাম মোহন নাইডু ও চিরাগ পাসওয়ান-সহ একাধিক সাংসদ৷

আরও পড়ুন: উত্তাল বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন মন্ত্রীর বাড়ি! আবেদনেই আটকে ব্যর্থ ইউনূস

advertisement

এই আলোচনায় সাংসদরা প্রধানমন্ত্রীকে জানান যে অধিবেশনটি ফলপ্রসূ ছিল। তাঁরা আরও বলেন, শীতকালীন অধিবেশনটি আরও কিছুদিন বাড়ানো যেত, কারণ গভীর রাতে আইন পাস করাকে আদর্শ বলে মনে করা হয় না। উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল ১ ডিসেম্বর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের কেন্দ্র ওয়েনাড নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন প্রিয়ঙ্কা৷ হালকা মেজাজের আলোচনায় প্রিয়ঙ্কা জানালেন তিনি ওয়েনাডের একটি ভেষজ উদ্ভিদ খেয়েছেন অ্যালার্জির সমস্যা মেটাতে৷

advertisement

হালকা মেজাজে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে বিরোধীরা ভিবি জি-রাম-জি বিল-সহ একের পর এক প্রতিবাদে ব্যস্ত থাকায় অধিবেশন তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হয়েছে, এবং তিনি তাঁদের কণ্ঠস্বরের ওপর অতিরিক্ত চাপ দিতে চাননি।

আরও পড়ুন: নিজের নক্ষত্র গোচর করবে সূর্য, ‘২৬ সালেই ধামাকা ৪ রাশির কপালে! জানুয়ারি থেকেই শুরু টাকার বৃষ্টি, সাফল্য দরজায় কড়া নাড়ছে দরজায়

advertisement

এন কে প্রেমচন্দ্রনের মতো সাংসদদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী৷ তিনি তাঁর সাম্প্রতিক বিদেশ সফরের কথাও বলেন৷ ইথিওপিয়ার রাজধানী শহরের পরিচ্ছন্নতার কথা উল্লেখ্য করে আদ্দিস আবাবার প্রশংসা করেছেন তিনি৷ তিনি আরও বলেন, ইথিওপিয়ার রাজধানী জর্ডানের আধুনিক শহর এমনকি দুবাইয়ের সঙ্গেও পাল্লা দিতে পারে।

লোকসভা স্পিকার ওম বিড়লা জানান, এই অধিবেশনে সংসদের উৎপাদনশীলতা ছিল ১১১ শতাংশ এবং এই সহযোগিতার মনোভাবই গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে অর্থবহ আলোচনা সম্ভব করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
আরও দেখুন

উচ্চকক্ষে, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তাঁকে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন যে অধিবেশনটি ফলপ্রসূ ছিল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদির সঙ্গে চায়ের আড্ডায় প্রিয়ঙ্কা! ওয়ানাদ নিয়ে চর্চা, শীতকালীন অধিবেশন শেষে অন্য ছবি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল