গত কয়েক সপ্তাহ বিজেপি মন্ত্রীসভার প্রতিটি মন্ত্রীর পারফরম্যান্স বিচার করতে প্রধানমন্ত্রী নিজে আসরে নেমেছিলেন। তিনি ম্যারাথন মিটিং করেছেন বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে। তাঁদের গত একবছরের কাজ খুঁটিয়ে দেখেছেন তিনি, একই সঙ্গে জানতে চেয়েছেন তাঁদের ভবিষ্যতের রুট ম্যাপ। সূত্রের খবর, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ-এই তিন রাজ্যের কয়েকজন মন্ত্রীর কাজে প্রধানমন্ত্রী খুশি নন। প্রধানমন্ত্রী চাইছেন পরিবর্তে যোগ্যতমরাই উঠে আসুন। আজকের নতুন মন্ত্রিসভায় মহিলাদেরকেও গুরুত্ব দেওয়া হতে পারে। চর্চায় রয়েছে বাংলা থেকে লকেট চট্টোপাধ্যায় এবং ত্রিপুরা থেকে প্রতিমার ভৌমিকের নাম।
advertisement
শেষ পাওয়া খবরে অনুসারে, ইতিমধ্যেই ৭ লোককল্যাণ মার্গে সাজো সাজো রব। সেখানে পৌঁছে গিয়েছেন নারায়ণ রানে, কপিল পাটিল, অনুপ্রিয়া পাটিলরা।
এই সম্প্রসারণ নিয়ে আশায় বুক বেঁধে রয়েছে বাংলাও। দিল্লিতে পৌঁছে গিয়েছেন নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুররা। তাঁদের ভাগ্যে জুটবে পারে বিজয়ীর বরমাল্য। সৌমিত্র খাঁ কোনও বিশেষ দায়িত্ব পান কিনা তা নিয়ে প্রচুর জল্পনা রয়েছে।
এ দিন মন্ত্রিসভায় ৫ জন সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত কেউ অন্তর্ভুক্ত করা হতে পারে বলেও খবর। তার মধ্যে রয়েছেন একজন মুসলিম প্রতিনিধি, একজন খ্রিস্টান, একজন শিখ প্রতিনিধি এবং দুজন বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতিনিধি।