TRENDING:

PM Modi Addresses New Parliament: 'যাঁরা এখানে বসবেন...' বিরোধী-শূন্য নতুন সংসদে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Last Updated:

PM Modi || Modi addresses new parliament: নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনে তাঁর প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটিকে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : আজ বর্ণাঢ্য অনুষ্ঠান ও পূজা-পাঠের মধ্যে দিয়ে উদ্বোধনের পরই নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনে তাঁর প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটিকে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন মোদি। নতুন সংসদ ভবনকে তিনি “গণতন্ত্রের মন্দির” এবং “নতুন ভারতের আকাঙ্ক্ষার প্রতিফলন” বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
advertisement

কংগ্রেস সহ অন্তত ২০টি বিরোধী দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করেছে। এদিন তাঁদের অনুপস্থিতিতেই কার্যত বিরোধী শূন্য ভবনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি নিশ্চিত, যে জনপ্রতিনিধিরা নতুন অনুপ্রেরণা নিয়ে এই সংসদে বসবেন, তারা গণতন্ত্রকে নতুন দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন।”

আরও পড়ুন: ‘ইগো ঝেড়ে ফেলুন…!’ নাম ধরে ধরে দলকে ‘বার্তা’ অভিষেকের, পঞ্চায়েতের ‘ব্লু-প্রিন্ট’ পশ্চিম মেদিনীপুরে?

advertisement

প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। নতুন সংসদ ভবন নতুন ভারতের আকাঙ্ক্ষার প্রতিফলন। এটি গণতন্ত্রের মন্দির। এটি আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবায়িত করার একটি মাধ্যম। ভারতীয় গণতন্ত্রের এই সোনালি মুহূর্তের জন্য আমি সকল দেশবাসীকে অভিনন্দন জানাই। আগামী দিনেএই নতুন সংসদ স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হয়ে উঠবে।”

মোদি আরও বলেন, “ভারত যখন এগিয়ে যায়, তখন বিশ্ব এগিয়ে যায়। সংসদের এই নতুন ভবন ভারতের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বের উন্নয়নের আহ্বান জানাবে। ভারত গণতন্ত্রের জননী। পবিত্র ‘সেঙ্গেল’ আজ সংসদে স্থাপিত হয়েছে। চোল রাজবংশের ‘সেঙ্গেল’ ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা এবং সুশাসনের প্রতীক। যখনই এই সংসদ ভবনে কার্যক্রম শুরু হবে, ‘সেঙ্গেল’ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।

advertisement

প্রধানমন্ত্রী বলেন, “ভারত শুধুমাত্র একটি গণতান্ত্রিক জাতি নয়, গণতন্ত্রের জননী। আমাদের গণতন্ত্র আমাদের অনুপ্রেরণা, আমাদের সংবিধান আমাদের সংকল্প। এই অনুপ্রেরণার, এই রেজোলিউশনের সেরা প্রতিনিধি হল আমাদের সংসদ। বেশ কয়েক বছরের বিদেশী শাসন আমাদের থেকে আমাদের গর্ব কেড়ে নিয়েছে। আজ ভারত সেই ঔপনিবেশিক মানসিকতাকে পিছনে ফেলে এগিয়েছে।”

advertisement

আরও পড়ুন: কিছুক্ষণই কাঁপিয়ে ঝড়-বৃষ্টি কলকাতা-সহ ১৪ জেলায়…! হলুদ সতর্কতা জারি! আবহাওয়ার বড় আপডেট

রবিবার, জাতির উদ্দেশ্যে নয়া সংসদ ভবন উৎসর্গ করার পর, নয়া লোকসভায় তাঁর প্রথম ভাষণে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নয়া সংসদ, অর্থাৎ, ভারতের নতুন ক্ষমতার কেন্দ্রটি শুধু দেশেরই নয়, সমগ্র বিশ্বের উন্নয়নের সূচনা করবে। এদিন প্রধানমন্ত্রী বলেন, “নতুন সংসদ ভবন একটি বিকশিত ভারতের দিকে আমাদের যাত্রার সাক্ষী হবে।” তিনি আরও আশা প্রকাশ করেছেন যে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনটি অমর হয়ে থাকবে। তিনি বলেন, “কোনও জাতির উন্নয়নের যাত্রায় কিছু কিছু মুহূর্ত অমর হয়ে যায় এবং সেই দিনগুলির মধ্যে ২৮ মে তারিখটিও থাকবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Addresses New Parliament: 'যাঁরা এখানে বসবেন...' বিরোধী-শূন্য নতুন সংসদে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল