Abhishek Banerjee: 'ইগো ঝেড়ে ফেলুন...!' নাম ধরে ধরে দলকে 'বার্তা' অভিষেকের, পঞ্চায়েতের 'ব্লু-প্রিন্ট' পশ্চিম মেদিনীপুরে?

Last Updated:

Abhishek Banerjee: পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে আজ রবিবার সাংগঠনিক বৈঠক করেন বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই পঞ্চায়েত নির্বাচনের আগে কেমন হতে চলেছে দলীয় প্রস্তুতি তার স্পষ্ট ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক
অভিষেক
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে আজ রবিবার সাংগঠনিক বৈঠক করেন বার্তা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই পঞ্চায়েত নির্বাচনের আগে কেমন হতে চলেছে দলীয় প্রস্তুতি তার স্পষ্ট ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও ভাবেই যে দলীয় নেতাদের ‘ইগো’কে প্রশ্রয় দেওয়া হবে না তা কার্যত সোজাসাপ্টা বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রবিবার দলের বৈঠকে অভিষেক বলেন, “দলের প্রচার থেকে নিজস্ব প্রচার বেশি হচ্ছে। ইগো লড়াই চলছে। আমি ওকে জানাব, তাঁকে জানাব না, এমন ঘটনা ঘটছে। গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও ইগো আছে। সেই ইগো ঝেড়ে ফেলুন।‌ সবাই আমরা দলের কর্মী, এটা মাথায় রেখে কাজ করুন।”
advertisement
advertisement
এখানেই শেষ নয়, রীতিমতো নাম ধরে দায়িত্ব বেধে দেন। অভিষেক স্থানীয় নেতাদের নাম করেই নির্দেশ দেন,”নারায়ণগরের দিকে সূর্য আরেকটু নজর দাও। অজিত, দীনেন, মানস, সুজয়কে বাড়তি দায়িত্ব নিতে হবে। নারায়ণগড়, খড়গপুর, মোহনপুর, দাঁতন, শালবনী, মোহনপুর ব্লকে সংগঠনে নজর দিতে হবে। চন্দ্রকোনা রোড এলাকায় সমন্বয়ের অভাব রয়েছে।”
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগেই যে দলের অন্দরের মতানৈক্য নিয়ে সতর্ক তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড, তা কার্যত স্পষ্ট ছিল এদিনের দলীয় বৈঠকে অভিষেকের বার্তায়। এদিকে, বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর শেষ হতেই হল সাংগঠনিক রদবদল। অভিষেকের নির্দেশেই বদলানো হল চার অঞ্চল সভাপতিকে।
যদিও কারণ নিয়ে রয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচির পরেই একাধিক ব্লকের অঞ্চল সভাপতির পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন করা হয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতেই, মনে করছে ওয়াকিবহাল মহল। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির সঙ্গে বেশ কিছু ব্লক সভাপতির অঞ্চল সভাপতিদের পরিবর্তন নিয়ে ঠান্ডা লড়াই চলছিল।
advertisement
একাধিক ব্লকের ব্লক তৃণমূল সভাপতিরা তাদের নিজেদের অঞ্চলের বেশ কিছু অঞ্চল সভাপতির পরিবর্তনের দাবি তুলেছিলেন। কিন্তু তা মেনে নেননি জেলা সভাপতি। বাঁকুড়ায় নবজোয়ার যাত্রায় এসে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, সেই বৈঠকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু কিছু অঞ্চল সভাপতির বদলের আবেদন করেন বেশ কয়েকজন ব্লক সভাপতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'ইগো ঝেড়ে ফেলুন...!' নাম ধরে ধরে দলকে 'বার্তা' অভিষেকের, পঞ্চায়েতের 'ব্লু-প্রিন্ট' পশ্চিম মেদিনীপুরে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement