advertisement
ট্যুইটারে চিদম্বরম লিখলেন, 'প্রধানমন্ত্রী আমাদের একটি হেডলাইন ও একটি ফাঁকা পাতা দিলেন৷ স্বাভাবিক ভাবেই, আমার প্রতিক্রিয়াও ফাঁকা৷ আজ আমরা তাকিয়ে আছি, দেখতে চাই ওই সাদা পাতাটি কী ভাবে অর্থমন্ত্রী ভর্তি করবেন৷ অর্থনীতিকে চাঙ্গা করতে সরকার কত টাকা দিচ্ছে, আমরা পাইপয়সার হিসেব রাখব৷'
তিনি আরও লিখছেন, 'কে কতটা পাচ্ছে, তাও নজর রাখব আমরা৷ এবং সর্বোপরি, আমরা সেই সব মানুষগুলির কী পাচ্ছে নজর রাখব, যাঁরা গরিব, ক্ষুধার্ত, মাইলের পর মাইল হাঁটতে থাকা বিপর্যস্ত পরিযায়ী শ্রমিক৷ ১৩ কোটি পরিবার কত টাকা পাচ্ছে, সে দিকেও আমরা নজর রাখব৷'
আজ অর্থাত্ বুধবার বিকেল ৪টেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিক বৈঠক করে আর্থিক প্যাকেজ কোন কোন ক্ষেত্রে, তা ঘোষণা করবেন৷ একটি ট্যুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লিখেছেন, 'এটা শুধুই একটি আর্থিক প্যাকেজ নয়৷ এটি সংস্কারমূলক পদক্ষেপ৷'
তিনি জানান, আত্মনির্ভর মিশন অভিযানের আওতায় থাকছেন হকার, ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মধ্যবিত্ত সত্ করদাতারাও৷