TRENDING:

Ajit Pawar Plane Crash Update: 'অজিত দাদার সঙ্গে বারামতি যাচ্ছি', বলেছিল পিঙ্কি! এটাই মেয়ের শেষ ফোন, ভাবতেও পারেননি শিবকুমার

Last Updated:

শিবকুমার জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে অজিত পওয়ারের সঙ্গে বিমানে সফর করেছিলেন পিঙ্কি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে মাঝেমধ্যেই ভিভিআইপি-দের সঙ্গে একই উড়ানে থাকতেন তিনি৷ মঙ্গলবারও বাড়িতে ফোন করে পিঙ্কি মালি নিজের বাবাকে জানিয়েছিলেন, বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতি যাবেন তিনি৷ কাজ শেষ হলে আবারও বাবার সঙ্গে কথা হবে বলেও জানিয়েছিলেন পিঙ্কি৷ তখনও পিঙ্কির বাবা জানতেন না, সেটিই মেয়ের সঙ্গে শেষ কথোপকথন৷ বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অজিত পওয়ার সহ যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পিঙ্কিও৷
বারামতির বিমান দুর্ঘটনায় মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি৷
বারামতির বিমান দুর্ঘটনায় মৃত ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি৷
advertisement

পিঙ্কির পরিবার আদতে উত্তর প্রদেশের জৌনপুরের গ্রামের ভেঁসা গ্রামের বাসিন্দা হলেও তাঁরা বহু বছর ধরেই মুম্বইয়ে ওরলি এলাকায় বসবাস করছে৷ পিঙ্কির পড়াশোনাও মুম্বইয়ে৷ পিঙ্কি বিমানসেবিকা হওয়ার স্বপ্ন দেখতেন৷

বুধবার পিঙ্কির বাবা শিবকুমার মালি এনডিটিভি-কে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) মেয়ে আমাকে ফোন করে বলল, বাবা আমি অজিত দাদার (অজিত পওয়ার) সঙ্গে বারামতি যাচ্ছি৷ বারামতিতে অজিত পওয়ারকে পৌঁছে দেওয়ার পর আবার নানদের যাবো৷ আগামিকাল তোমার সঙ্গে কথা বলব৷ আমিও ওকে বলেছিলাম যে ওর কাজ শেষ হলে আবার আমরা কথা বলব৷ কিন্তু সেই সুযোগ আর হল না৷’

advertisement

শিবকুমার জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে অজিত পওয়ারের সঙ্গে বিমানে সফর করেছিলেন পিঙ্কি৷ নিয়মিতই ওই চার্টার্ড বিমানে মুম্বই থেকে বারামতি অথবা নানদের রুটে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে যাতায়াত করতেন পিঙ্কি৷ কিন্তু বুধবার কী ঘটে গেল, তা মাথায় ঢুকছে না শিবকুমারের৷ পিঙ্কির বাবা বলেন, ‘কীভাবে দুর্ঘটনা ঘটল অত কিছু আমি বুঝি না৷ আমি শুধু এখন চাই আমার মেয়ের দেহটা যাতে আমি ঠিক মতো হাতে পাই যাতে মর্যাদার সঙ্গে ওর শেষকৃত্যটুকু করতে পারি৷’

advertisement

কান্নায় ভেঙে পড়ে পিঙ্কির মা বলেন, ‘সকাল থেকে কেউ আমাকে কিছু বলছিল না৷ আমার মনে হচ্ছিল খুব খারাপ কিছু ঘটেছে৷ মেয়ে আমাকে রোজ সকালে ফোন করে বলত মা খাবার খেয়ে নেও, ওষুধ খাও৷ আজকে ওর ফোন আসেনি৷ মেসেজেরও উত্তর দেয়নি৷ তখনই বুঝেছিলাম খারাপ কিছু ঘটেছে৷’

সেরা ভিডিও

আরও দেখুন
রেল যাত্রীদের জন্য সুখবর! বীরভূমের সিউড়ি-বক্রেশ্বর হয়ে নলা, লাইনের সার্ভেতে সবুজ সঙ্কেত
আরও দেখুন

অজিত পওয়ার এবং পিঙ্কি ছাড়াও ওই চার্টার্ড বিমানে অজিত পওয়ারের ব্যক্তিগত দেহরক্ষী এবং বিমানের পাইলট ও সহকারী পাইলট ছিলেন৷ দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar Plane Crash Update: 'অজিত দাদার সঙ্গে বারামতি যাচ্ছি', বলেছিল পিঙ্কি! এটাই মেয়ের শেষ ফোন, ভাবতেও পারেননি শিবকুমার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল