এরকম পরিস্থিতিতে ভোপালের বাসিন্দারা দুর্দান্ত একটি সুবিধে পেতে চলেছেন। এমনিতেই সাধারণ মানুষের সুবিধার্থে ভারত সরকার এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্পও শুরু হয়েছে। তারই মধ্যে অন্যতম প্যাথলজি ল্যাব অন বাইক। পাইলট প্রকল্প হিসেবে দেশের পাঁচটি শহরে এই পরিষেবা শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম ভোপাল।
advertisement
আরও পড়ুন: টিকিট কাটেন দলে-দলে মানুষ, কিন্তু ট্রেনে ওঠেন না কেউ! এই স্টেশনটির নাম, ঘটনা শুনলে আকাশ থেকে পড়বেন
সরকারি এই প্রকল্প স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার জন্য কাজ করবে। এই বাইক প্যাথলজি পরিষেবায় সিবিসি, লিভার ফাংশন, ব্লাড সুগার বা ডায়াবেটিস, হিমোগ্লোবিন, থাইরয়েড সহ ৩২ রকমের পরীক্ষা নিরীক্ষার সুযোগ মিলবে৷ বাইক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা দেবেন সরকার নিযুক্ত কর্মীরা৷
ভোপালের গান্ধি মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধীনে এই পরিষেবা শুরু হচ্ছে৷ স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পকে সফল করতে চেষ্টার ত্রুটি রাখছে না৷
আরও পড়ুন: তাপপ্রবাহে ছারখার হবে দেশ, কুলার ছাড়াই ঘরে কীভাবে মিলবে সামান্য স্বস্তি, রইল টিপস
ভোপাল ছাড়াও এই পাইলট প্রকল্প গুয়াহাটি, চেন্নাই, জম্মু কাশ্মীর এবং পটনায় শুরু হচ্ছে৷ কেন্দ্রীয় ভাবে দিল্লির সফদরজং হাসপাতালের মেডিসিন বিভাগ এবং আইসিএমআর-এর বিশেষজ্ঞরা এই প্রকল্পের উপরে নজরদারি চালাবেন৷ পাইলট প্রকল্প সফল হলে গোটা দেশেই এই পরিষেবা শুরু হবে৷
এই পরিষেবা শুরু হলে রক্ত সহ যে কোনও পরীক্ষা নিরীক্ষা করাতে মানুষকে অযথা ছুটোছুটি করতে হবে না৷ বরং সরকারি নিশ্চয়তা সহ বাড়িতে বসেই পরীক্ষা করানো যাবে৷ রিপোর্টও মিলবে ঘরে বসেই৷