TRENDING:

Air India Plane Crash Investigation Report: মৃত দুই বিমানচালকের উপরে দায় চাপানোর চেষ্টা? আহমেদাবাদ কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন পাইলটদের সংগঠনের

Last Updated:

পাইলটদের সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে পাইলটদের উপরেই দুর্ঘটনার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা স্পষ্ট হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার দায় দুই মৃত পাইলটের উপরেই চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করল বিমানচালকদের সংগঠন এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এপিএআই৷ আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই বিমানচালকদের সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে৷ তদন্তে স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখার দাবি জানিয়েছে তারা৷
১২ জুন আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান৷ ফাইল ছবি
১২ জুন আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান৷ ফাইল ছবি
advertisement

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার যে প্রাথমিক তদন্ত রিপোর্ট এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি জমা দিয়েছে, তাতে দুর্ঘটনার কারণ হিসেবে বিমানের দুটি ইঞ্জিনে জ্বালানি যাওয়ার সুইচ বন্ধ করে দেওয়ার কথাই বলা হয়েছে৷ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুটি সুইচই বন্ধ করে দেওয়া হয় বলে তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে৷ দুই পাইলটের মধ্যে রেকর্ড হওয়া কথোপকথনেও সেই ইঙ্গিতই মিলেছে৷ বিমানের এক পাইলটকে দ্বিতীয়জনকে প্রশ্ন করতে শোনা যায়, তুমি কেন ইঞ্জিনে জ্বালানি যাওয়া বন্ধ করলে৷ জবাবে দ্বিতীয় পাইলট বলেন, আমি কিছু করিনি৷ জ্বালানি না পাওয়ার কারণেই বিমানের ইঞ্জিনদুটি শক্তি হারায় এবং তার জেরেই বিমানটি দ্রুত নীচের দিকে নামতে শুরু করে বলেও তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে৷

advertisement

বিমানচালকদের সংগঠনের পক্ষ থেকে সংবাদসংস্থা পিটিআই-কে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, যে তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতে আধিকারিক পদমর্যাদার কারও সই নেই৷ আরও অভিযোগ, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তদন্ত প্রক্রিয়া চলছে৷ যার ফলে তদন্তের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠছে৷ শুধু তাই নয়, দাবি জানানো সত্ত্বেও এখনও এই তদন্তকারী দলে কোনও কর্মরত কোনও পাইলট এবং পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞকেও রাখা হয়নি বলে অভিযোগ করেছে এপিএআই৷

advertisement

গত ১০ জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি রিপোর্টেও বিমানের ইঞ্জিনে জ্বালানি সরবরাহকারী সুইচের ভুল ব্যবহারের দিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইঙ্গিত করা হয়েছিল৷ এত গোপনীয় একটি তদন্ত রিপোর্টের তথ্য কীভাবে আগাম কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে চলে গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছে পাইলটদের সংগঠন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাইলটদের সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে পাইলটদের উপরেই দুর্ঘটনার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা স্পষ্ট হচ্ছে৷ তদন্ত শেষ হওয়ার আগেই এভাবে আগেভাগে পাইলটদের ভূমিকার দিকে আঙুল তোলার তীব্র বিরোধিতা করেছে বিমানচালকদের সংগঠন৷ যে জ্বালানি নিয়ন্ত্রণকারী সুইচ নিয়ে এত বিতর্ক, উড়ানের আগে সেগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ হয়েছিল কি না এবং সেগুলি ঠিকঠাক কাজ করছিল কি না, তাও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Plane Crash Investigation Report: মৃত দুই বিমানচালকের উপরে দায় চাপানোর চেষ্টা? আহমেদাবাদ কাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন পাইলটদের সংগঠনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল