TRENDING:

Mamata Banerjee in Delhi: দিল্লিতে পা মমতার, মুকুলের বাড়িরও ভোল বদল! ফিরল চার বছর আগের ছবি

Last Updated:

এক সময়ে দিল্লিতে মমতার চেনা ঠিকানা ছিল মুকুল রায়ের এই বাড়ি৷ কারণ দীর্ঘ দিন দিল্লি এসে এই বাড়িতেই উঠতেন মমতা (Mamata Banerjee in Delhi)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আগে দিল্লিতে এলেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকানা হত অ্যাভিনিউয়ের এই বাড়ি৷ কিন্তু মাঝে সেই বাড়ির স্থায়ী বাসিন্দা নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে৷ ফলে দিল্লির এই বাড়ির বাইরেও লেগেছিল বিজেপি-র পতাকা, ব্যানার৷ বিধানসভা নির্বাচনের পরেই পুরনো ঘরে ফিরেছেন মুকুল রায়৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসার আগেই মুকুল রায়ের বাড়ি ফিরে গেল পুরনো চেহারায়৷ বাড়ির বাইরে ফের লাগানো হল তৃণমূলের ব্যানার৷ তাতে জ্বলজ্বল করছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি৷
advertisement

এ দিন বিকেলেই দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর৷

২০১৭ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন মুকুল রায়৷ বিজেপি-তে যোগদানের পরই তাঁর দিল্লির বাড়িরও ভোলবদল হয়েছিল৷ গেরুয়া পতাকা থেকে শুরু করে পদ্মের ছবি দেওয়ার ব্যানার, পোস্টার দেখা যেত বাড়ির বাইরে৷ রাজ্য বিজেপি নেতাদের আনাগোনাও লেগে থাকত দিল্লির এই বাড়িতে৷ অথচ এক সময়ে দিল্লিতে মমতার চেনা ঠিকানা ছিল মুকুল রায়ের এই বাড়ি৷ কারণ দীর্ঘ দিন দিল্লি এসে এই বাড়িতেই উঠতেন মমতা৷ এবার অবশ্য তিনি ১৮৩, সাউথ অভ্যানিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই থাকবেন৷ কিন্তু মমতার দিল্লি আগমন উপলক্ষে ফের তৃণমূলের প্রতীক এবং মমতার ছবি সম্বলিত বড় ব্যানার লাগানো হয়েছে মুকুলের বাড়ির বাইরে৷

advertisement

মমতার এবারের দিল্লি সফরেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মুকুল রায়৷ এ দিন বিকেলে মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছনোর পর পরই মুকুলও পৌঁছন রাজধানীতে৷ দিল্লি সফরে থাকাকালীন বিরোধী দলের একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার কথা মুখ্যমন্ত্রীর৷ সংসদেও যেতে পারেন তিনি৷ আর দিল্লির রাজনীতিতে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কাজে লাগিয়ে মমতার এই সফরে বিরোধীদের সঙ্গে সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মুকুল৷ মুকুল রায় আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভূমিকায় ছিলেন৷ বর্তমানে সেই দায়িত্বে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, দলে আগের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন মুকুল রায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

মমতার দিল্লি সফর নিয়ে মুকুল বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার কার বৈঠক হবে, তা এখনও ঠিক হয়নি৷ তবে বিধানসভা নির্বাচনে জয়ের পর তিনি যখন দিল্লি এসেছেন, তার তো আলাদা তাৎপর্য থাকবেই৷'

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Delhi: দিল্লিতে পা মমতার, মুকুলের বাড়িরও ভোল বদল! ফিরল চার বছর আগের ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল