TRENDING:

Dreamy Wedding: পাত্রী সাংবাদিক, ছাত্রছাত্রীদের পড়ানোর মাঝে বিয়ে করলেন ‘ফিজিক্সওয়ালা’

Last Updated:

Dreamy Wedding: বিয়েতে তাঁর ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করতে পারলেন না, প্রকাশ করেছেন সেই খেদও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ে করলেন ফিজিক্সওয়ালা অলখ পাণ্ডে৷ গত ২২ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে তিনি সাতপাকে বাঁধা পড়লেন প্রেমিকা শিবানী দুবের সঙ্গে৷ ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তাঁর ছাত্রছাত্রীদের অলখ লিখেছেন, ‘‘কী করে তোমাকে পেলাম৷ বিয়েও হয়ে গেল৷ ছোটরা, তোমাদের সঙ্গে জীবনের ৭ বছর কাটল৷ এই ৭ বছরে জীবনে যে যে পর্বগুলি এসেছে, তার সবকিছুতে তোমরা আমার পাশে ছিলে৷’’ বিয়েতে তাঁর ছাত্রছাত্রীদের নেমন্তন্ন করতে পারলেন না, প্রকাশ করেছেন সেই খেদও৷
ছাত্রছাত্রীদের খুশি থাকতে হবে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দেখেই
ছাত্রছাত্রীদের খুশি থাকতে হবে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দেখেই
advertisement

কিন্তু সব পড়ুয়াকে তো আর বলা সম্ভব নয়৷ আবার বিয়ের লাইভ টেলিকাস্টও তাঁর মতে বিসদৃশ লাগে৷ তাই ছাত্রছাত্রীদের খুশি থাকতে হবে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দেখেই৷ অভিনন্দন ও শুভেচ্ছার জন্য তিনি ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন৷ প্রসঙ্গত ফিজিক্সওয়ালার স্ত্রী শিবানী সাংবাদিক৷ গত বছর মে মাসে তাঁরা এনগেজড হন৷ বাগদানের ছবিও শেয়ার করেছিলেন৷

advertisement

আরও পড়ুন :  ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যানসার আক্রান্ত দাদাকে সুস্থ করতে অস্থিমজ্জা দান করে ছোট্ট ভাই আজ সুপারহিরো

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

২০১৪ সালে ইউটিউব চ্যানেল ফিজিক্সওয়ালা প্রথম শুরু হয়৷ জেইই এবং এনইইটি প্রত্যাশীদের সেখানে পড়ানো হত৷ এর পর ফিজিক্সওয়ালা আলাদা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়৷ ফিজিক্স, অঙ্ক, বায়োলজি, অর্থনীতির মতো বিষয়গুলি এখানে পড়ানো হয়৷ সাহায্য করা হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও৷ তামিল, কন্নড় ও গুজরাতি ভাষাতেও শুরু হয়েছে ফিজিক্সওয়ালা৷ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সংস্থার অফলাইন ক্লাসও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dreamy Wedding: পাত্রী সাংবাদিক, ছাত্রছাত্রীদের পড়ানোর মাঝে বিয়ে করলেন ‘ফিজিক্সওয়ালা’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল