কিন্তু সব পড়ুয়াকে তো আর বলা সম্ভব নয়৷ আবার বিয়ের লাইভ টেলিকাস্টও তাঁর মতে বিসদৃশ লাগে৷ তাই ছাত্রছাত্রীদের খুশি থাকতে হবে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি দেখেই৷ অভিনন্দন ও শুভেচ্ছার জন্য তিনি ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়েছেন৷ প্রসঙ্গত ফিজিক্সওয়ালার স্ত্রী শিবানী সাংবাদিক৷ গত বছর মে মাসে তাঁরা এনগেজড হন৷ বাগদানের ছবিও শেয়ার করেছিলেন৷
advertisement
আরও পড়ুন : ভ্যালেন্টাইন্স ডে-তে ক্যানসার আক্রান্ত দাদাকে সুস্থ করতে অস্থিমজ্জা দান করে ছোট্ট ভাই আজ সুপারহিরো
২০১৪ সালে ইউটিউব চ্যানেল ফিজিক্সওয়ালা প্রথম শুরু হয়৷ জেইই এবং এনইইটি প্রত্যাশীদের সেখানে পড়ানো হত৷ এর পর ফিজিক্সওয়ালা আলাদা সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়৷ ফিজিক্স, অঙ্ক, বায়োলজি, অর্থনীতির মতো বিষয়গুলি এখানে পড়ানো হয়৷ সাহায্য করা হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও৷ তামিল, কন্নড় ও গুজরাতি ভাষাতেও শুরু হয়েছে ফিজিক্সওয়ালা৷ দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সংস্থার অফলাইন ক্লাসও৷