ঘটনা বাঁশওয়ারা জেলার ডোবা পাড়া গ্রামের ৷ জানা গিয়েছে, পয়লা এপ্রিল গ্রামের বাসিন্দা কান্তিলাল কাটারা ও ১৮ বছরের এক তরুণী বাড়ি থেকে পালিয়ে যায় ৷
advertisement
বেশ কয়েক দিন ধরেই কান্তিলালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন প্রতিবেশী এক তরুণী ৷ কিন্তু দু’জনের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে থাকায় তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ৷
গ্রামবাসীরা জানিয়েছে কান্তিলাল কাটারা নামে ওই ব্যক্তি আগে থেকেই বিবাহিত ছিল ৷ শুক্রবার দু’জনের পরিবার জানতে পারে যে তারা সুরাটে রয়েছে ৷ এরপর কয়েকজন গ্রামবাসী সেখানে গিয়ে দু’জনকে ফিরিয়ে নিয়ে আসে ৷
গ্রামে নিয়ে আসার পর প্রচন্ড রোদে কান্তিলাল ও তরুণীকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় ৷ ঘটনা চলে বেশ কয়েক ঘণ্টা ধরে ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুগলকে উদ্ধার করে পুলিশ ৷ নিগৃহীতা প্রেমিক-প্রেমিকাকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে ৷ আপাতত, দু’জনের পরিবার থেকে কেউই অভিযোগ দায়ের করেনি বলে জানা গিয়েছে ৷