কোরেক্সের পর ভারতে বন্ধ ভিক্স অ্যাকশন ৫০০-এর বিক্রি
Last Updated:
কোরেস্কের পর সর্দি কাশির ওষুধ ভিক্স অ্যাকশন ৫০০ এক্সট্রার বিক্রি বন্ধ করল প্রক্টর ও গ্যাম্বেল ৷ মার্কিন সংস্থা প্রক্টর ও গ্যাম্বেলের ভারতীয় ইউনিট মঙ্গলবার ভিক্সের বিক্রি বন্ধ করে দিয়েছে ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে এই ওষুধটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ৷ তাই এরপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ভিক্সে রয়েছে প্যারাসিটামল, ফেনেলেফ্রাইন ও ক্যাফেইনের মিশ্রণ ৷ এই প্রোডাক্টি স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি বিষেজ্ঞদের একটি প্যানেল নিয়োগ করে ওষুধ পরীক্ষা করার জন্য ৷ বিষেজ্ঞরা তাঁদের রিপোর্টে ৩৪৪ ওষুধকে ক্ষতিকারক বলে জানিয়েছে ৷ ভিক্স এই ৩৪৪ ওষুধের মধ্যেই পরে ৷
#মুম্বই: কোরেস্কের পর সর্দি কাশির ওষুধ ভিক্স অ্যাকশন ৫০০ এক্সট্রার বিক্রি বন্ধ করল প্রক্টার অ্যান্ড গ্যাম্বেল ৷ মার্কিন সংস্থা প্রক্টর ও গ্যাম্বেলের ভারতীয় ইউনিট মঙ্গলবার ভিক্সের বিক্রি বন্ধ করে দিয়েছে ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে এই ওষুধটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ৷ তাই এরপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ভিক্সে রয়েছে প্যারাসিটামল, ফেনেলেফ্রাইন ও ক্যাফেইনের মিশ্রণ ৷ এই প্রোডাক্টটি স্বাস্থ্যের জন্য ভালো নয় বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি বিশেষজ্ঞদের প্যানেল নিয়োগ করে ওষুধ পরীক্ষা করার জন্য ৷ বিশেষজ্ঞরা তাঁদের রিপোর্টে ৩৪৪ ওষুধকে ক্ষতিকারক বলে জানিয়েছে ৷ ভিক্স এই ৩৪৪ ওষুধের মধ্যেই পরে ৷