বর্ধিত দামের সঙ্গে রাজ্যের লেভি যুক্ত হয়ে প্রতিটি রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামে পরিবর্তন হবে ৷ নয়াদিল্লিতে পেট্রোলের দাম হল লিটার প্রতি ৬৫.৩২ টাকা ও ডিজেলের দাম ছিল ৫৪.৯০ টাকা ৷
এর আগে পয়লা মে লিটার প্রতি পেট্রোলের দাম ১ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৪৪ পয়সা বেড়েছিল ৷
advertisement
ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই কমেছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই ওঠা নামা করে পেট্রোল ও ডিজেলের দাম ৷ সাধারণত এখনও পর্যন্ত প্রতি মাসের ১ ও ১৬ তারিখ পেট্রল, ডিজেলের দাম খতিয়ে দেখা হয়। পাশাপাশি মার্কিন ডলারের সঙ্গে টাকার সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ সেই নীতি অনুযায়ী পেট্রোল ও ডিজেলের দামে এই সংস্করণ ৷
আন্তর্জাতিক ক্ষেত্রে এই নীতি লিকুইডিটি প্রাইসিং নামে পরিচিত। ওপেকভুক্ত দেশগুলো ছাড়াও ইউরোপের বেশ কিছু দেশে এই নীতি চালু রয়েছে। বর্তমানে তিনমাস অন্তর জ্বালানির দাম পর্যালোচনা করে তেল সংস্থাগুলি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এই নীতিতে প্রতিদিনই গুনতে হবে বাড়তি টাকা।