আরও পড়ুন- লাগামছাড়া জ্বালানি, আজও বিপুল দাম বাড়ল পেট্রোল-ডিজেলের
রাহুল গান্ধি তাঁর ট্যুইটে ‘RozSubahKiBaat’ হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন।
“প্রধানমন্ত্রীর প্রতিদিনের কাজের তালিকা – পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম কত বাড়বে, কীভাবে জনগণের ব্যয় নিয়ে আলোচনা বন্ধ করা যায়, কীভাবে যুবকদের কর্মসংস্থানের ফাঁকা স্বপ্ন দেখাতে হয়, কোন সরকারি সংস্থাকে বিক্রি করতে হয় এবং কীভাবে কৃষকদের আরও অসহায় করে তোলা যায়,” হিন্দিতে ট্যুইট বার্তায় লিখেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
আরও পড়ুন- বিনামূল্যে মিলবে ৩টি রান্নার গ্যাস সিলিন্ডার, ১ এপ্রিল থেকে এখানে CNG হবে সস্তা
বুধবার, পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol and Diesel Price Hike) প্রতি লিটারে ৮০ পয়সা বেড়েছে। এই নিয়ে গত নয় দিনে মোট দাম বেড়েছে প্রতি লিটারে ৫.৬০ টাকা। সরকারি তেল সংস্থাগুলি গত কয়েকদিন ধরে লাগাতার দাম বাড়িয়ে চলেছে৷ বুধবারও পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
এদিন সরকারি তেল সংস্থাগুলি দেশের চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি (Petrol and Diesel Price Hike) করেছে ৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বেড়ে ১০১ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে ৮৫ পয়সা বাড়ানো হয়েছে পেট্রোলের দাম ৷ দিল্লিতে ডিজেলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷