TRENDING:

‘স্ত্রী ইন্দ্রাণীর বেআইনি কাজের শিকার আমি’, পিটার

Last Updated:

ফের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল পিটারের ৷ বৃহস্পতিবার শিনা বোরা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়ের সিবিআই হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত ধার্য করল মুম্বই আদালত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ল পিটারের ৷ বৃহস্পতিবার শিনা বোরা হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়ের সিবিআই হেফাজতের মেয়াদ আরও চারদিন বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত ধার্য করল মুম্বই আদালত ৷
advertisement

রবিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকরা মিডিয়া ব্যারণ পিটারকে নয়াদিল্লি নিয়ে যায় ৷ কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় দফার  সিবিআই হেফাজতের শেষদিন হওয়ায় শুনানির জন্য তাঁকে মুম্বই ফিরিয়ে আনা হয় ৷  মুম্বইয়ের বিশেষ আদালতে শুনানি চলার সময় পিটার মুখোপাধ্যায়ের আইনজীবী মিহির ঘিওয়ালা কোর্টের সামনে বলেন, পিটার শুধুমাত্র তাঁর স্ত্রী ইন্দ্রাণীর অনৈতিক, বেআইনি কাজগুলির শিকার ৷ তিনি আরও বলেন, সিবিআই তার চার্জশিটে দাবি করেছে রাহুল-শিনার সম্পর্ক নিয়ে ইন্দ্রাণীর মনে সম্পত্তি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল ৷ শিনা বোরা খুনে ইন্দ্রাণীর নিরাপত্তাহীনতাই মোটিভ  হিসেবে কাজ করেছে ৷ পিটার মুখোপাধ্যায়ের আইনজীবীর দাবি ছিল, তাঁর মক্কেলের অ্যাকাউন্ট ডিটেলস জানার জন্য সিবিআই-এর পিটারকে নিজের হেফাজতে রাখার পিছনে কোনও যুক্তি নেই ৷

advertisement

অপরদিকে সিবিআই-এর আইনজীবী দাবি করেন, কীভাবে পিটারের কোম্পানি থেকে শিনার অ্যাকাউন্টে এত বিপুল সংখ্যক টাকা স্থানান্তরিত হল, তার বিস্তারিত হিসেব এবং খুন সংক্রান্ত নানা বিষয়ের তথ্যের জন্য পিটারের সিবিআই হেফাজতের মেয়াদ বাড়ানো উচিত ৷

সিবিআই আধিকারিকদের দাবি, শিনা উধাও হওয়ার পর থেকে বারংবার ইন্দ্রাণী-পিটারের পরস্পর বিরোধী কাজ অনেক  প্রশ্নের জন্ম দিয়েছে ৷ নাইন এক্সে লগ্নি করা বিশাল অঙ্কের টাকা সিঙ্গাপুর হয়ে ভারতের পাশে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ৷ সিঙ্গাপুর ও নানা জায়গায় শিনার নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সরানো হয়েছে সেসব টাকা ৷ স্থানান্তরিত হওয়া মোট টাকার পরিমাণ প্রায় ৯০০ কোটির কাছাকাছি  ৷ সূত্রের খবর, সিবিআই এইচএসবিসি-র অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শিনা বোরা মামলায় পিটার মুখোপাধ্যায়ের গ্রেফতার হওয়া ছিল প্রায় অপ্রত্যাশিত ৷ মেল রেকর্ডস এবং তথ্য গোপন করা থেকেই সন্দেহের আঙুল উঠেছে মিডিয়া ব্যারণের দিকে ৷ অর্থ যে এই খুনের অন্যতম মোটিভ, তা প্রথম থেকেই মামলার তদন্তকারীরা দাবি করে আসছেন ৷ মামলার অন্য অভিযুক্ত ইন্দ্রাণী, সঞ্জীব খান্না, শ্যাম রাই-এর সঙ্গে কতটা জড়িয়ে এই মিডিয়া হটশট পিটার মুখোপাধ্যায় ৷ আগামী দিনে সিবিআই-এর ঝুলি থেকে আর কী কী বেড়াল বেরোবে এখন সেটাই দেখার ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘স্ত্রী ইন্দ্রাণীর বেআইনি কাজের শিকার আমি’, পিটার