নাসিক থেকে যাত্রা শুরু করেছেন ২০ হাজারের বেশি কৃষক । ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করে মুম্বইয়ে পৌঁছবেন তাঁরা। সেখানেই সম্পূর্ণ কৃষিঋন মুকুব করার দাবিতে সোচ্চার হবেন তাঁরা । মুম্বইয়ের আজাদ ময়দানে বিক্ষোভ প্রদর্শন করবেন তাঁরা । ২৫ ফেব্রুয়ারি, শনিবার থেকে মহারাষ্ট্রে বাজেট অধিবেশন শুরু ও বিধানসভা ঘেরাও করার সম্ভাবনাও রয়েছে ।
advertisement
ফড়নবিশ সরকারের বিরুদ্ধে কিষাণ সভার অভিযোগ তাঁদের ঠকানো হয়েছে। রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করেনি । গতকাল রাতে ক্যাবিনেট মন্ত্রী গিরীশ মহাজনের সঙ্গে বৈঠক করে দাবি পূরণের আর্জি জানিয়েছে কিষাণ সভা । যদিও এই বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি যার জেরেই এই লং মার্চের সিদ্ধান্ত নিয়েছে কিষাণ সংগঠন ।
..-এই তিনটি প্রাথমিক দাবিতেই সোচ্চার হয়েছেন কৃষকরা। গত বছরও এই তিনটি দাবি পূরণের আশ্বাস দিলেও তা পূরণ করেনি সরকার । এছাড়াও, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে জমি অধিগ্রহণের বিরোধিতাও করছে কিষাণসভা ।