TRENDING:

ঐতিহাসিক রায়ের পর কেমন আছে অযোধ্যায়? কী পরিস্থিতি সেখানে, জানুন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অযোধ্যা: গতকাল অর্থাৎ শনিবারের ঐতিহাসিক রায়ের পর অযোধ্যার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ রায়ের পর উত্তাল হতে পারে পরিস্থিতি৷ সেই মোতাবেক সব ব্যবস্থা করা হয়েছিল৷ তৎপর ছিল উত্তরপ্রদেশ সরকার৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে পরিস্থিতির ওপর নজর রাখছিলেন৷ তবে অযোধ্যার মানুষ বুঝিয়ে দিলেন যে তারা অশান্তি চান না৷ রায়ের পরদিন অর্থাৎ রবিবার একেবারে শান্ত ও স্বাভাবিক অযোধ্যা৷ অযোধ্যায় খুলেছে দোকান-বাজার৷ স্বাভাবিক রয়েছে যান চলাচল৷ মন্দিরের রাস্তায় রয়েছে কড়া পুলিশি নজরদারি৷ মন্দিরমুখী একাধিক রাস্তায় ব্যারিকেড করা হয়েছে৷ গাড়ি থামিয়ে তল্লাশি চলছে পুলিশ-আধাসেনার৷
advertisement

আরও পড়ুন অযোধ্যা মামলায় রায়,হার-জিত নয়, সম্প্রীতি বজায় থাক, শাসক-বিরোধী সব দলেরই এক কথা

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গতকালের অযোধ্যা মামলা নিয়ে রায়ের পরই দেশজুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে প্রতিটি রাজনৈতিক দল৷ কোনওভাবেই ১৯৯২সালের পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য সতর্ক ছিল উত্তরপ্রদেশ সরকারও৷ তবে আপাতত কোনও অশান্তির খবর নেই, শান্তি বজায় রয়েছে অযোধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ঐতিহাসিক রায়ের পর কেমন আছে অযোধ্যায়? কী পরিস্থিতি সেখানে, জানুন