TRENDING:

অখিলেশ যাদব বদলে দিলেন রিক্সাচালকের ভাগ্য, দিওয়ালি-র উপহারে দিলেন রোটি-কাপড়া অউর মাকান !

Last Updated:

কথায় আছে পুরুষের ভাগ্য যখন তখন বদলে যেতে পারে ৷ সেরকমটিই যেন হল লখনউয়ের রিক্সাচালক মণিরামের সঙ্গে ৷ মণিরাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: কথায় আছে পুরুষের ভাগ্য যখন তখন বদলে যেতে পারে ৷ সেরকমটিই যেন হল লখনউয়ের রিক্সাচালক মণিরামের সঙ্গে ৷ মণিরাম ভাবতেই পারেনি, রিক্সা চালিয়ে পারিশ্রমিক হিসেবে পেয়ে যাবেন একটা ই-রিক্সা, একটা বাড়ি আর ৬ হাজার টাকা !
advertisement

খবরটা হল, পেএটিমের কর্ণধার বিজয় শেখর শর্মা বৃহস্পতিবার যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাড়ি ৷ হঠাৎই ট্র্যাফিক জ্যামে আটকে গেল শর্মাজির গাড়ি ৷ কোনও উপায় না পেয়ে মণিরামের রিক্সায় উঠে পড়লেন তিনি ৷ সেই রিক্সা চড়েই গেলেন অখিলেশ যাদবের গাড়িতে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখ্যমন্ত্রী অখিলেশের বাড়ি পৌঁছে মণিরাম পারিশ্রমিক চাওয়ার পরেই, অখিলেশ তাঁর সঙ্গে অনেকক্ষণ কথা বললেন ৷ জানতে চাইলেন তাঁর রোজকার জীবনের কথা ৷ সব শুনে অখিলেশ যাদব মণিরামকে দিলেন দিওয়ালি উপহার ৷ অখিলেশের উপহারের তালিকায় ছিল ই-রিক্সা, একটা বাড়ি ও ৬ হাজার টাকা ! শুধু তাই নয়, রিক্সাচালক মণিরামের স্ত্রীকেও বিশেষ ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ! রিক্সাচালকের সঙ্গে ছবি পোস্ট করেছেন ট্যুইটারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অখিলেশ যাদব বদলে দিলেন রিক্সাচালকের ভাগ্য, দিওয়ালি-র উপহারে দিলেন রোটি-কাপড়া অউর মাকান !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল