পূর্ব ভারতের এই রাজ্যের রাজধানী হল পাটনা। এখানেই রয়েছে নানা আকর্ষণীয় দর্শনীয় স্থান। পুরাতন আর নবীনের যেন মিশেল ঘটেছে এই শহরে।
ঐতিহাসিক স্থান তো বটেই, এখন এখানে গেলে চোখে পড়বে বড় বড় ঝাঁ-চকচকে হোটেল-রেস্তোরাঁ এমনকী থিম কাফেও! আজ এখানকার এক অনন্য সাবমেরিন রেস্তোরাঁর কথা শুনে নেওয়া যাক।
আরও পড়ুন- কী রয়েছে এই পেঁয়াজিতে! দোকান খুলতেই লাইন দিয়ে আসছেন ক্রেতারা, ফাঁস হল সিক্রেট
advertisement
কিন্তু সাবমেরিন রেস্তোরাঁ আবার কী? এই রেস্তোরাঁটি অনেকটা ডুবোজাহাজ বা সাবমেরিনের আকৃতির। আর সবথেকে বড় কথা হল এখান থেকে উপভোগ করা যাবে গঙ্গার মনোরম নয়নাভিরাম সৌন্দর্য। ভাগীরথী বিহার এনআইটি ঘাটে রয়েছে রেস্তোরাঁটি।
সাবমেরিন থিম হওয়ায় এই রেস্তোরাঁর কর্মীদের দেখা যায় নৌবাহিনীর পোশাকে। আর সাশ্রয়ী মূল্যে সুস্বাদু লোভনীয় পদের নানা খাবার তো আছেই। তাই এক বার সাবমেরিন রেস্তারাঁয় এলে বারবার আসতে ইচ্ছে করবে, এমনটাই মনে করছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে যে, এখানে রয়েছে ফ্যামিলি এসি হল, কাফে এবং গঙ্গা ভিউ টেরেস। আসলে বিভিন্ন ধারণক্ষমতা অনুযায়ী হল তৈরি করা হয়েছে। যেখানে ২০০, ১০০, ৫০ এবং ৩০ জন বসতে পারবেন। বুক করা যায় টেরেসের অংশও। এমনকী বসার এবং পার্টি করার জায়গাও অঢেল। রেস্তোরাঁয় প্রায় ছশোরও বেশি মানুষ আসতে পারেন।
রেস্তোরাঁর ম্যানেজার সন্তোষ কুমার মিশ্র বলেন, জন্মদিন, বিয়ে, পার্টি, রিসেপশন, এনগেজমেন্টের মতো নানা অনুষ্ঠানের জন্যও ভাড়া দেওয়া হয় এই রেস্তোরাঁ। ফলে বিপুল সংখ্যক মানুষ নিজেদের বিশেষ অনুষ্ঠানের জন্য এই সাবমেরিন থিমের রেস্তোরাঁ ভাড়া করতে চান।
আরও পড়ুন- মোকা সব থেকে বেশি ক্ষতি করবে এই দুই জায়গার! বাংলার ভাগ্যে কী রয়েছে আগামী দুদিন!
তবে পিক টাইমে চাহিদা থাকে তুঙ্গে। সন্তোষ মিশ্রর বক্তব্য, অসুবিধা এড়াতে এই রেস্তোরাঁ অগ্রিম বুক করতে পারেন গ্রাহকেরা।
রেস্তোরাঁর ম্যানেজার আরও জানান যে, ২০১৭ সাল থেকে বন্ধ ছিল এই রেস্তোরাঁটি। প্রায় তিন বছর পরে টেন্ডার অনুষ্ঠিত হয়েছিল। যা রেস্তোরাঁর বর্তমান মালিক ভারত ভূষণ নিয়েছিলেন।
এই টেন্ডারটি ১০ বছরের মেয়াদের জন্য। আর এখানে আনা হয়েছে নানা পরিবর্তন। বিভিন্ন বয়সের মানুষের কথা ভেবেই নানা সুবিধা দেওয়া হয়েছে।
