TRENDING:

Atal Vihari Bajpayee: অটলবিহারী বাজপেয়ীর নাম বদলে কোকোনাট পার্ক! বিহারে জোর বিতর্ক, বিজেপির নিশানায় নীতীশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: নাম ছিল অটলবিহারী বাজপেয়ী পার্ক৷ পটনার সেই পার্কেরই নাম বদল করে কোকোনাট পার্ক রাখল নীতীশ কুমার সরকার৷ নামবদলের পর সোমবার নতুন এই পার্কের উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ বিহারের উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি পরিবেশ দফতরের দায়িত্বেও রয়েছেন তেজস্বী৷ তিনিই এই নাম বদলের ঘোষণা করেন৷
বিজেপি-র নিশানায় নীতীশ৷
বিজেপি-র নিশানায় নীতীশ৷
advertisement

তবে অতীতে পটনা শহরের এই পার্কটি কোকোনাট পার্ক নামেই খ্যাত ছিল৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে পার্কটির নাম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হয়৷ এবার পার্কটির পুরনো নামই ফিরিয়ে দেওয়া হল৷

যদিও এই নাম বদলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ তাঁর অভিযোগ, অটল বিহারী বাজপেয়ীর নাম এ ভাবে সরিয়ে দেওয়া একটি অপরাধের সামিল৷ ওই পার্কে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিও রয়েছে৷ নিত্যানন্দ রাইয়ের কথায়, ‘তেজস্বী, মানুষ আপনাকে প্রশ্ন করবে৷ নীতীশজি ওঁকে আটকান৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের মতো বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীও পার্কের এই নাম বদলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ‘এত বছর ধরে পার্কটি অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত ছিল৷ কিন্তু নীতীশ কুমারের শাসনকালে সেই নামও বদলে ফেলা হল৷ অটলজির প্রতি নীতীশ কুমারের কতটা শ্রদ্ধা করেন, এই ঘটনাতেই প্রমাণ হয়ে গেল৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Atal Vihari Bajpayee: অটলবিহারী বাজপেয়ীর নাম বদলে কোকোনাট পার্ক! বিহারে জোর বিতর্ক, বিজেপির নিশানায় নীতীশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল