আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটর নেলসন ডি’সুজা জানিয়েছেন বর্তমানে পাঠান বহু প্রতীক্ষিত ছবি। এরকম ছবি বড় স্কেলে দেখানোর যোগ্য। তাঁর কথায়, "বিশ্বের বিস্ময় বুর্জ খলিফায় যখন পাঠান-এর ট্রেলর দেখানো হয়, তখন শাহরুখ স্বয়ং উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহীতে শাহরুখের ফ্যান ফলোয়িং অগণিত।"
আরও পড়ুন : গোল্ডেন গ্লোব-এর পর এ বার হবে অস্কার জয়, আত্মবিশ্বাসী 'নাটু নাটু' স্রষ্টা কীরাবাণী
advertisement
শাহরুখ-দীপিকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। বহু তারকাখচিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলর দেখে অনুরাগীরা উচ্ছ্ব্সিত। আড়াই মিনিটের ট্রেলরে শাহরুখ এবং দীপিকাকে দেখানো হয়েছে স্পাই হিসেবে। ছবিতে দুর্ধর্ষ খলনায়ক জন আব্রাহাম ছক কষছেন ভারতের উপর বড় নাশকতামূলক আক্রমণের। তাঁর সঙ্গেই শাহরুখের ঘাত প্রতিঘাতে জমে উঠেছে ট্রেলর।
এ বছর শাহরুখের আরও দুটি ছবি মুক্তি পাবে। রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডঙ্কী’-তে তাঁকে দেখা যাবে তাপসী পন্নুর বিপরীতে। পাশাপাশি ২ জুন প্রেক্ষাগৃহে আসবে 'জওয়ান'।