আরও পড়ুন: হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ চলন্ত গাড়ির ইঞ্জিনে, মর্মান্তিক দুর্ঘটনায় আহত কলেজের অধ্যক্ষ-সহ ২
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাষ্ট্রীয় লোক দল নেতা জয়ন্ত সিং চৌধরি জানিয়েছেন, রাস্তায় নামাজ পড়লে যদি ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং তাঁদের পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল হতে পারে। তারপরে আদালতের NOC ছাড়া নতুন পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে যাবে।
advertisement
সামনেই ইদ। ইদের আগে এই সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়েছে যোগী প্রশাসন। মেরঠের পুলিশের এসএসপি বিপিন তাড়া বলেন, জেলা এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা মিলে আলোচনায় বসছেন।
সেই সঙ্গে ইদ উপলক্ষে সারা দেশের মতোই উত্তরপ্রদেশেও নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্পর্ষকাতর জায়গা চিহ্নিত করা হয়েছে। অশান্তি এড়াতে ড্রোনের সাহায্যও নেওয়া হবে।