TRENDING:

বিরোধীরা 'দেশদ্রোহী' নয় প্রসঙ্গ, আডবাণীজি একদম ঠিক বলেছেন, প্রতিক্রিয়া মোদির

Last Updated:

বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর এই বক্তব্যকে হাতিয়ার করে যখন সরব বিরোধীরা, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন, আডবাণী একদম ঠিক কথা বলেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিজেপি-র রাজনৈতিক প্রতিপক্ষকে কখনওই 'জাতীয়তাবাদ বিরোধী' তকমা দেওয়া উচিত নয়৷ বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর এই বক্তব্যকে হাতিয়ার করে যখন সরব বিরোধীরা, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন, আডবাণী একদম ঠিক কথা বলেছেন৷
advertisement

News18 Network-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে আডবাণীর মত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আডবাণীজি বিজেপি-র একেবারে মূল আদর্শের কথাই বলেছেন৷ সেই আদর্শে আজও অবিচল রয়েছে বিজেপি৷'

সম্প্রতি 'Nation First, Party Next, Self Last' শীর্ষক ব্লগে আডবাণী কার্যত মোদী-শাহকে মনে করিয়ে দেন, রাজনৈতিক বিরোধী মানেই দেশদ্রোহী নয়। রাজনৈতিক বিপক্ষ মানে শত্রু নয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্বও স্মরণ করিয়েছিলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

সেই প্রসঙ্গে মোদি বলেন, 'সব বিজেপি কর্মীই একই আদর্শ অনুসরণ করে৷ দেশ প্রথমে৷ দ্বিতীয় দল ও পরে ব্যক্তি৷ এমনকী জাতীয়তাবাদ ইস্যুতেও, এটাই আমাদের অবস্থান৷ সুতরাং আডবাণীজি একদম ঠিক কথা বলেছেন৷' তাঁর দাবি, জঙ্গিরা ও পাকিস্তান চায় মোদি হেরে যাক৷ বিরোধীরা জিতে যাক৷ বিজেপির প্রবীণ নেতা ও অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি কংগ্রেসের ইশতাহারকে পাকিস্তানের ষড়যন্ত্র বলে কটাক্ষ করেছেন৷ মোদি বলেন, 'বিজেপি-র ভাবধারাকে একেবারে সঠিক ভাবে তুলে ধরেছেন আডবাণী৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, একটি মন্ত্র, আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি৷ একজন বিজেপি কর্মী হিসেবে আমি গর্বিত৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধীরা 'দেশদ্রোহী' নয় প্রসঙ্গ, আডবাণীজি একদম ঠিক বলেছেন, প্রতিক্রিয়া মোদির