আরও পড়ুন: ‘ঘরে ঘরে তেরঙ্গা’! দেশভক্তির ভাবনা উজ্জীবিত করতে একাধিক কর্মসূচির ঘোষণা মোদির
আরও পড়ুন:জেলে এসএসকেএম-এর ৮ চিকিৎসক, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে!
গত শুক্রবার প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষায় আসে মেডিক্যাল টিম। সেই সময় হুইলচেয়ারে বসে যাতায়াতের পথে ঋষি অরবিন্দের সেলের সামনে মাথানত করে কিছুক্ষণ দাঁড়ান পার্থ চট্টোপাধ্যায়। হাতজোড় করে প্রণাম করেন। ওই সেলটিতে কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছাপ্রকাশও করেন। কারা কর্তৃপক্ষ তাঁর আর্জিতে সাড়া দেন। স্বাধীনতা দিবসে ওই সেলে ঢুকতে দেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয় তাঁকে। তা সত্ত্বেও সোমবার জেলের সেল থেকে বের হতে চাননি পার্থ। তাই আর ঋষি অরবিন্দর সেলেও যাওয়া হয়নি তাঁর।
advertisement
বন্দিদশার মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য মোট ৯৯ জন আবাসিককে সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার মধ্যে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনগার থেকে ৯ জনকে মুক্তি দেওয়া হল। সমাজের মূল স্রোতে ফেরাতে এই আবাসিকদের সংশোধনাগারে শেখা কাজের শংসাপত্রও দেওয়া হয় বলে জানান জেল সুপার সুপ্রকাশ রায়।