TRENDING:

সংশোধনাগারে গেলেন মালা রায়, শশী পাঁজা! বাইরে এলেন না পার্থ

Last Updated:

Partha Chatterjee || সোমবার জেলের সেল থেকে বের হতে চাননি পার্থ। তাই আর ঋষি অরবিন্দর সেলেও যাওয়া হয়নি তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবীর ঘোষাল, কলকাতা: আজ স্বাধীনতা দিবস৷ বাংলা জুড়েও যেন স্বাধীনতার আমেজ৷ কারাগারের লৌহকপাট ছেড়ে মুক্তি পেয়েছেন অনেক বন্দি৷ প্রেসিডেন্সি সংশোধনাগারে দুপুর ২'টো নাগাদ পৌঁছলেন মন্ত্রী শশী পাঁজা ও সাংসদ মালা রায়৷ অরবিন্দ সেলে দীর্ঘ সময় কাটালেন তাঁরা। তারপর গেলেন আবাসিক ক্লাবে৷ সেখানে যে সকল বন্দিদের আজ ছেড়ে দেওয়া হল তাঁদের হাতে শংসাপত্র তুলে দিলেন৷ তবে এই প্রায় আড়াই ঘণ্টায় দেখা হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি যে ওয়ার্ডে আছেন তার সামনে দিয়েই যেতে হয় ঋষি অরবিন্দ সেলে। সূত্রের খবর, মন্ত্রী ও সাংসদের যাওয়ার সময়ে ওয়ার্ডের মূল গেট বন্ধ ছিল। পার্থ বাইরে বেরিয়ে আসার ইচ্ছা প্রকাশও করেননি।
বাইরেএলেন না পার্থ
বাইরেএলেন না পার্থ
advertisement

আরও পড়ুন: ‘ঘরে ঘরে তেরঙ্গা’! দেশভক্তির ভাবনা উজ্জীবিত করতে একাধিক কর্মসূচির ঘোষণা মোদির

আরও পড়ুন:জেলে এসএসকেএম-এর ৮ চিকিৎসক, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে!

গত শুক্রবার প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যপরীক্ষায় আসে মেডিক্যাল টিম। সেই সময় হুইলচেয়ারে বসে যাতায়াতের পথে ঋষি অরবিন্দের সেলের সামনে মাথানত করে কিছুক্ষণ দাঁড়ান পার্থ চট্টোপাধ্যায়। হাতজোড় করে প্রণাম করেন। ওই সেলটিতে কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছাপ্রকাশও করেন। কারা কর্তৃপক্ষ তাঁর আর্জিতে সাড়া দেন। স্বাধীনতা দিবসে ওই সেলে ঢুকতে দেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয় তাঁকে। তা সত্ত্বেও সোমবার জেলের সেল থেকে বের হতে চাননি পার্থ। তাই আর ঋষি অরবিন্দর সেলেও যাওয়া হয়নি তাঁর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বন্দিদশার মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য মোট ৯৯ জন আবাসিককে সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার মধ্যে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনগার থেকে ৯ জনকে মুক্তি দেওয়া হল। সমাজের মূল স্রোতে ফেরাতে এই আবাসিকদের সংশোধনাগারে শেখা কাজের শংসাপত্রও দেওয়া হয় বলে জানান জেল সুপার সুপ্রকাশ রায়।

বাংলা খবর/ খবর/দেশ/
সংশোধনাগারে গেলেন মালা রায়, শশী পাঁজা! বাইরে এলেন না পার্থ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল