TRENDING:

Parliament Winter Session: সংসদের শীতকালীন অধিবেশন দ্রুত শুরু হবে, দিন জানাল সরকার! সরব বিরোধীরা

Last Updated:

Parliament Winter Session: সংসদী বিষয়ক মন্ত্রী সমাজমাধ্যমে পোস্ট দিয়ে জানান, সরকারের যে তারিখ প্রস্তাব করেছিল, তাতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। কিন্তু শেষ হওয়ার হিসাবে দেখা যাচ্ছে এবারের সংসদের শীতকালীন অধিবেশন মাত্র ১৫ দিনের।
* দ্রুত হবে সংসদের শীতকালীন অধিবেশন, সরব বিরোধীরা
* দ্রুত হবে সংসদের শীতকালীন অধিবেশন, সরব বিরোধীরা
advertisement

দেশের নির্বাচিত প্রতিনিধিদের দেশের সংসদীয় গণতন্ত্রের কার্যক্রমের সময়সীমা এভাবে কমিয়ে দেওয়ায় সরব বিরোধী দলগুলি। তৃণমূলের তরফ থেকে স্পষ্ট দাবি করা হয়, এটা বিজেপির কেন্দ্রীয় নেতাদের পার্লামেন্ট-ফোবিয়ার নিদর্শন। এভাবেই স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত করছে বিজেপির সরকার, দাবি তৃণমূলের।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমতিক্রমে শীতকালীন অধিবেশনের কথা ঘোষণা করেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। জানানো হয় ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন চলবে। সাকুল্যে যার সময়সীমা ১৫ দিনের। এই ঘোষণা হওয়ার পরই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই সিদ্ধান্তকে পার্লামেন্ট-ফোবিয়া বলে দাবি করেন।

advertisement

আরও পড়ুন: বিনামূল্যে অফুরান মহৌষধ, ভিটামিন ডি গায়ে মাখতে কখন রোদ পোহানোর সেরা সময় বলে দিলেন চিকিৎসক

তিনি দাবি করেন, নরেন্দ্র মোদি ও তাঁর দল একটি অত্যন্ত গভীর রোগে আক্রান্ত যার নাম পার্লামেন্ট-ফোবিয়া, এক এমন রোগ যেখানে সংসদে যাওয়া যায় না। ১৫ দিনের শীতকালীন অধিবেশন ঘোষণা করা হয়েছে। এর ফলে বিজেপি এক সন্দেহজনক রেকর্ড স্থাপন করছে।

advertisement

কার্যত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার নতুন ছক এভাবে অধিবেশনের সময় কমিয়ে দেওয়া, দাবি সাংসদ সুখেন্দু শেখর রায়ের। তাঁর দাবি, সংসদের অধিবেশনের সময় কমাতে কেন্দ্রের বিজেপি সরকার একটি অশুভ পন্থা নিয়েছে, যাতে স্বৈরাতন্ত্রের পথ সহজে প্রশস্ত করা সম্ভব হয়।

শীতকালীন অধিবেশনের সময়সীমা কমিয়ে দেওয়ায় সরব কংগ্রেসও। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের দাবি, অপ্রত্যাশিতভাবে দেরিতে ও ছোট আকারে শীতকালীন অধিবেশন। মাত্র ১৫ দিনের অধিবেশন হবে।

advertisement

আরও পড়ুন: বাংলায় শুরু শীতের আমেজ, ২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ! সপ্তাহ-শেষে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

সেখানেই জয়রাম রমেশের প্রশ্ন, এর থেকে কী বার্তা দেওয়া হচ্ছে? স্পষ্টভাবে সরকারের কোনও ভবিষ্যৎ পদক্ষেপ নেই পূরণ করার, কোনও বিল নেই পাশ করার মতো এবং কোনও বিতর্ক সংসদে আলোচনা করা হবে না। বিহার বিধানসভা ভোটের ফল বেরনোর পরে সংসদের এই অধিবেশন বসতে চলেছে। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক উত্তাপ থাকবে এই অধিবেশন ঘিরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Winter Session: সংসদের শীতকালীন অধিবেশন দ্রুত শুরু হবে, দিন জানাল সরকার! সরব বিরোধীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল