TRENDING:

বিরোধীদের পরাজয়ের 'শোক' থেকে বেরিয়ে আসার পরামর্শ মোদির, শীতকালীন অধিবেশনের শুরুতেই স্মরণ করালেন সাংসদদের দায়িত্ব!

Last Updated:

Parliament Winter Session 2025: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ, সোমবার। এসআইআর-সহ একাধিক ইস্যুতে আজ থেকেই ঝড় উঠতে শুরু করার আশঙ্কা চলতি অধিবেশনে। বিরোধীদের হট্টগোলে বাড়তে পারে রাজধানীর পারদ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এসআইআর আবহে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনে তেমনই ইঙ্গিত মিলেছে বিরোধী শিবির থেকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ, সোমবার। এসআইআর-সহ একাধিক ইস্যুতে আজ থেকেই ঝড় উঠতে শুরু করার আশঙ্কা চলতি অধিবেশনে। বিরোধীদের হট্টগোলে বাড়তে পারে রাজধানীর পারদ, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এসআইআর আবহে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনে তেমনই ইঙ্গিত মিলেছে বিরোধী শিবির থেকেও।
সংদের শীতকালীন অধিবেশনে মোদির ভাষণ
সংদের শীতকালীন অধিবেশনে মোদির ভাষণ
advertisement

এদিন বেলা দশটা নাগাদ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণের শুরুতেই গণতন্ত্রের বন্দনা শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। তবে এরপরেই বিরোধীদের চরম কটাক্ষ হেনে মোদি বলেন, “সংসদে পরাজয়ের জন্য আপনারা হতাশা প্রকাশ করবেন না।” একইসঙ্গে তাঁর কথায়, “নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক অনুষ্ঠান বা পরাজয়ের হতাশা প্রকাশ করার জন্য সংসদকে ব্যবহার করা উচিত নয়। কিছু দল রাজ্য নির্বাচনের আগে সংসদকে ব্যবহার করে এটি প্রমাণ করেছে। এই জাতীয় দলগুলির নিজেদের সংস্কার করা উচিত। সংসদ সদস্যদের নিজেদের মত প্রকাশের সুযোগ দিন।”

advertisement

আরও পড়ুন: ৬ স্টেশন থেকে ৮ জন…! ‘অপারেশন নানহে ফারিস্তে’ অভিযানে কামাল করল RPF পূর্বরেল

ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণ মোদির—তিনি বলেন, “ড্রামা করার অনেক জায়গা আছে। সংসদ ড্রামার জায়গা নয়। ড্রামা নয় ডেলিভার করুন। ⁠নেগেটিভিটির বদলে নেশন বিল্ডিংয়ে মন দিন। কিছু রাজনৈতিক দল সংসদের অধিবেশনকে নির্বাচনের ওয়ার্ম আপ অথবা ভোটে হারের হতাশা প্রকাশ করার জন‍্য ব‍্যবহার করছেন। রাজ‍্য রাজনীতির স্বার্থে ব‍্যবহার করা হচ্ছে সংসদকে।তাঁদের বলব, গত দশ বছরে নিশ্চয়ই বুঝে গিয়েছেন মানুষ এটা পছন্দ করছে না। তাই নিজেদের খেলা বদলান। স্ট্র‍্যাটেজি বদলান।”

advertisement

,একইসঙ্গে মোদির কথায়, “⁠আমি বিরোধীদের পরামর্শ দিতে রাজি আছি, যে কীভাবে সংসদে পারফর্ম করতে হবে। নতুন সাংসদরা হতাশায় রয়েছে। তাঁরা নিজেদের এলাকার সমস‍্যার কথা তুলতে পারছেন না। তাঁরা নিজেদের মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন না। হারের শোক থেকে বেরিয়ে আসুন আর সংসদে নিজেদের দায়িত্ব পালন করুন।”

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা…! ভারী বৃষ্টি-দমকা হাওয়ার হুঁশিয়ারি ৪ রাজ্যে, শৈত্যপ্রবাহ, কুয়াশার কাঁপন কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

প্রসঙ্গত, গতকালই সর্বদলীয় বৈঠকে তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ বিরোধী দলগুলির তরফে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। তৃণমূলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারা সংসদ চলুক সেটা চান কিন্তু সরকারের তরফেও সহযোগিতা করতে হবে তাঁদের। এসআইআর এবং রাজ‍্যের বকেয়ার ইস‍্যুতে এই অধিবেশনে সুর চড়াবে তৃণমূল। অন‍্যদিকে সমাজবাদী পার্টির রামগোপাল যাদব গতকালই ঘোষণা করেছেন, এসআইআর নিয়ে আলোচনা না হলে সংসদ অচল করবেন তাঁরা।

advertisement

ঘটনা হল, এসআইআর নিয়ে আলোচনায় সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি বিরোধীদের। তবে সরকারের তরফে বন্দেমাতরম নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলে খবর। এ ছাড়াও চলতি সেশনে প্রায় ১৪টি বিল পাশ করাতে চাইছে সরকার।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আজ অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি। অধিবেশনে সরকারপক্ষের অবস্থান কেমন হবে, তারই সুর বেঁধে দেবেন তিনি। সকাল দশটাতেই বৈঠকে বসার কথা বিরোধী শিবিরেরও। যদিও সেই বৈঠকে অনুপস্থিত থাকতে পারে তৃণমূল।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধীদের পরাজয়ের 'শোক' থেকে বেরিয়ে আসার পরামর্শ মোদির, শীতকালীন অধিবেশনের শুরুতেই স্মরণ করালেন সাংসদদের দায়িত্ব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল