৬ স্টেশন থেকে ৮ জন...! 'অপারেশন নানহে ফারিস্তে' অভিযানে কামাল করল RPF পূর্বরেল
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: বিস্তৃত নেটওয়ার্ক জুড়ে ট্রেনে ভ্রমণকালীন দুর্দশাগ্রস্ত শিশুদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে পূর্ব রেল। এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এবার বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রেলের যাত্রাপথে সুরক্ষার প্রয়োজনে থাকা শিশুদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে। রেলপথে বিপদে পড়া, দুর্দশাগ্রস্থ এবং হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার ও তাদের প্রাথমিক যত্ন এবং পুনর্বাসনের উদ্দেশ্যে এই "নানহে ফারিস্তা" অভিযানটি শুরু হয়েছে। ভারতীয় রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF)-র পরিচালনায় গত সাত বছরে এই অভিযানের অধীনে লক্ষাধিক শিশুকে উদ্ধার করা হয়েছে।









