৬ স্টেশন থেকে ৮ জন...! 'অপারেশন নানহে ফারিস্তে' অভিযানে কামাল করল RPF পূর্বরেল

Last Updated:
Indian Railways: বিস্তৃত নেটওয়ার্ক জুড়ে ট্রেনে ভ্রমণকালীন দুর্দশাগ্রস্ত শিশুদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে পূর্ব রেল। এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এবার বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
1/8
বিস্তৃত নেটওয়ার্ক জুড়ে ট্রেনে ভ্রমণকালীন দুর্দশাগ্রস্ত শিশুদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে পূর্ব রেল। এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এবার বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
বিস্তৃত নেটওয়ার্ক জুড়ে ট্রেনে ভ্রমণকালীন দুর্দশাগ্রস্ত শিশুদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে পূর্ব রেল। এই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এবার বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
advertisement
2/8
নিয়মিতভাবে দেশব্যাপী 'অপারেশন নানহে ফারিস্তে' উদ্যোগের অধীনে উদ্ধার অভিযান পরিচালনা করে চলেছে রেল। যার লক্ষ্য নাবালকদের সুরক্ষা বিধান এবং শিশু পাচার, শিশুশ্রম এবং অন্যান্য ধরণের শোষণ প্রতিরোধ করা।
নিয়মিতভাবে দেশব্যাপী 'অপারেশন নানহে ফারিস্তে' উদ্যোগের অধীনে উদ্ধার অভিযান পরিচালনা করে চলেছে রেল। যার লক্ষ্য নাবালকদের সুরক্ষা বিধান এবং শিশু পাচার, শিশুশ্রম এবং অন্যান্য ধরণের শোষণ প্রতিরোধ করা।
advertisement
3/8
হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের আরপিএফ কর্মীরা হাওড়া, পাকুড়, কলকাতা, জাসিডিহ, আসানসোল এবং দুমকা রেলওয়ে স্টেশন এবং চলমান ট্রেন থেকে মোট আট জন নাবালক শিশুকে উদ্ধার করল পূর্বরেল আরপিএফ।
হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের আরপিএফ কর্মীরা হাওড়া, পাকুড়, কলকাতা, জাসিডিহ, আসানসোল এবং দুমকা রেলওয়ে স্টেশন এবং চলমান ট্রেন থেকে মোট আট জন নাবালক শিশুকে উদ্ধার করল পূর্বরেল আরপিএফ।
advertisement
4/8
দক্ষতার সঙ্গে ছয় জন ছেলে এবং দু'জন মেয়েকে সফলভাবে উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া সমস্ত শিশুকে কাউন্সেলিং এবং আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপদে সংশ্লিষ্ট চাইল্ড হেল্প লাইনে হস্তান্তর করা হয়েছে।
দক্ষতার সঙ্গে ছয় জন ছেলে এবং দু'জন মেয়েকে সফলভাবে উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া সমস্ত শিশুকে কাউন্সেলিং এবং আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিরাপদে সংশ্লিষ্ট চাইল্ড হেল্প লাইনে হস্তান্তর করা হয়েছে।
advertisement
5/8
এই শিশুদের মধ্যে রয়েছে দুমকা রেল স্টেশনে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করা একটি ছেলে, ১৩১৮৬ ডিএন (গঙ্গা সাগর এক্সপ্রেস) ট্রেনে একা ভ্রমণকারী একটি মেয়ে এবং পাকুড় যাওয়ার পরিবর্তে ভুল করে কলকাতাগামী ট্রেনে উঠে পড়া একটি ছেলে।
এই শিশুদের মধ্যে রয়েছে দুমকা রেল স্টেশনে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করা একটি ছেলে, ১৩১৮৬ ডিএন (গঙ্গা সাগর এক্সপ্রেস) ট্রেনে একা ভ্রমণকারী একটি মেয়ে এবং পাকুড় যাওয়ার পরিবর্তে ভুল করে কলকাতাগামী ট্রেনে উঠে পড়া একটি ছেলে।
advertisement
6/8
একইসঙ্গে কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যাওয়া আরও একটি ছেলেকেও উদ্ধার করা হয়েছে রেল সুরক্ষা কর্মীদের তৎপরতায়। এছাড়াও, অভিভাবকদের তিরস্কারের পর বাড়ি ছেড়ে যাওয়া চার নাবালককে বিভিন্ন স্টেশন থেকে খুঁজে বের করে উদ্ধার করা হয়েছে।
একইসঙ্গে কলকাতা ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যাওয়া আরও একটি ছেলেকেও উদ্ধার করা হয়েছে রেল সুরক্ষা কর্মীদের তৎপরতায়। এছাড়াও, অভিভাবকদের তিরস্কারের পর বাড়ি ছেড়ে যাওয়া চার নাবালককে বিভিন্ন স্টেশন থেকে খুঁজে বের করে উদ্ধার করা হয়েছে।
advertisement
7/8
 "অপারেশন নান্নে ফারিস্তে" হল রেল সুরক্ষা বাহিনী (RPF)-র একটি অভিযান, যার লক্ষ্য ভারতীয় রেলের স্টেশন এবং ট্রেনে বিপদে পড়া শিশুদের উদ্ধার করা, তাঁদের যত্ন নেওয়া এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।
"অপারেশন নান্নে ফারিস্তে" হল রেল সুরক্ষা বাহিনী (RPF)-র একটি অভিযান, যার লক্ষ্য ভারতীয় রেলের স্টেশন এবং ট্রেনে বিপদে পড়া শিশুদের উদ্ধার করা, তাঁদের যত্ন নেওয়া এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।
advertisement
8/8
রেলের যাত্রাপথে সুরক্ষার প্রয়োজনে থাকা শিশুদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে। রেলপথে বিপদে পড়া, দুর্দশাগ্রস্থ এবং হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার ও তাদের প্রাথমিক যত্ন এবং পুনর্বাসনের উদ্দেশ্যে এই
রেলের যাত্রাপথে সুরক্ষার প্রয়োজনে থাকা শিশুদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে। রেলপথে বিপদে পড়া, দুর্দশাগ্রস্থ এবং হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার ও তাদের প্রাথমিক যত্ন এবং পুনর্বাসনের উদ্দেশ্যে এই "নানহে ফারিস্তা" অভিযানটি শুরু হয়েছে। ভারতীয় রেলের রেল সুরক্ষা বাহিনী (RPF)-র পরিচালনায় গত সাত বছরে এই অভিযানের অধীনে লক্ষাধিক শিশুকে উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
advertisement