সময়ের মধ্যেই এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা এদিন সকাল ১১.৩০ নাগাদ মনোনয়ন জমা দেন। বিরোধী জোটের স্পিকার পদপ্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করলেন কংগ্রেসের ৮ বারের সাংসদ কে সুরেশ।
advertisement
প্রসঙ্গত, প্রোটেম স্পিকার হওয়ার জন্যও তাঁর নাম তুলেছিল কংগ্রেস। এদিন সংসদে প্রবেশের সময় রাহুল গান্ধি জানান, স্পিকার পদে বিপক্ষের সমর্থন চাইতে মল্লিকার্জুন খার্গেকে সোমবার ফোন করেছিলেন রাজনাথ সিং। তখন সব বিরোধীদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দিতে হবে। এরপর মঙ্গলবার সকাল পর্যন্ত সে বিষয়ে রাজনাথের তরফে কোনও উত্তর না আসায় কে সুরেশ নমিনেশন ফাইল করেন।
আরও পড়ুন: লোকসভায় রাহুল গান্ধির শপথ, ‘মাথা উঁচু করে’ প্রত্যাবর্তন মহুয়ার! শপথ তালিকায় আর কারা?
উল্লেখ্য, প্রয়োজন পড়লে আগামিকাল বুধবার হতে পারে স্পিকার নির্বাচন। স্পিকার এবং ডেপুটি স্পিকার নিয়ে রণকৌশল নেয় ইন্ডিয়া জোট। যদিও সূত্রের খবর, স্পিকার ও ডেপুটি স্পিকার পদের জন্য সহমতের ভিত্তিতে এগোতে চাইছে মোদি সরকার। বিরোধীদের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিংহ ও কিরেণ রিজিজুকে। ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী প্রত্যাহার না করা হলে, ভারতীয় সংসদের ইতিহাসে প্রথমবার বুধবার স্পিকার পদে নির্বাচন হবে।
স্পিকার পদের নির্বাচন কীভাবে হয়?
* সংসদ কক্ষের মধ্যেই হয় নির্বাচন।
* সংবিধানের ৯৩ নং আর্টিকল মেনে স্পিকার পদের নির্বাচন হয়।
* এরপর একটি রেজোলিউশন পাশের মধ্যে দিয়ে লোকসভার সাংসদেরা ভোটাভুটি করেন।
* যে প্রার্থীর পক্ষে সবচেয়ে বেশি “হ্যাঁ” ভোট পড়ে তিনিই স্পিকার হিসেবে নির্বাচিত হন।