নয়াদিল্লি: ফের সংসদের নিরাপত্তা নিয়ে উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন। এবার সংসদ ভবনের দেওয়াল বেয়ে সংসদের অন্দরে ঢুকে পড়ল এক অজ্ঞাতপরিচয় যুবক। যদিও সংসদের অন্দরে ঢোকার পরই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
advertisement
জানা গিয়েছে, শুক্রবার ভোর ৬:৩০ নাগাদ রেল ভবনের দিক থেকে গাছ বেয়ে পাঁচিলে উঠে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। নিরাপত্তা রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে নয়া সংসদ ভবনের গরুড় দ্বার পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। সে সময়েই নিরাপত্তা রক্ষীদের চোখ পড়ে তাঁর দিকে। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাকে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: ‘আমি চলে যাচ্ছি’, মোদির কলকাতা সফরের দিনই নিজের জায়গা ‘ছেড়ে’ দিলেন দিলীপ ঘোষ! কোথায় গেলেন জানেন, শুনে চমকে যাবেন
এবারই অবশ্য প্রথম নয়, গত বছরও সংসদে এমন নিরাপত্তায় গাফিলতি ধরা পড়েছিল। সেই সময় বছর কুড়ির এক যুবক সংসদের পাঁচিল টপকে ঢুকে পড়েছিল সংসদের ভিতরে। সিআইএসএফ জওয়ানরা তাঁকে ধরে ফেলেছিল। তবে, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তাঁর কাছ থেকেও।
এখানেই শেষ নয়, গত বছর অধিবেশন চলাকালীন সংসদে ‘স্মোক বম্ব’ হামলার মতো ঘটনাও ঘটে সংসদে। ওই দিন অধিবেশন চলাকালীন অজ্ঞাত পরিচয় দুই যুবক সংসদে ঢোকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সংসদের ব্যালকনি থেকে লাফিয়ে নীচে নামে তাঁরা। জুতোর নিচ থেকে বের করা হয় স্মোক বোম। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সংসদে। এর পরই প্রশ্ন উঠতে শুরু করে সংসদের নিরাপত্তা নিয়ে। এরপরই সংসদ ভবনের নিরাপত্তার পুরো দায়িত্ব সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তাতেও সংসদে ‘অনুপ্রবেশ‘ রোখা গেল না।