TRENDING:

Parliament Session: তৃণমূলের মহিলা সাংসদদের উপরে ‘হামলা’র অভিযোগ..‘কণ্ঠরোধের চেষ্টা,’ দাবি মিতালি বাগের

Last Updated:

অন্যদিকে, বিল পেশের পরেই তুমুল বিক্ষোভ শুরু হয় সংসদে৷ লোকসভায় বিরোধী সাংসদেরা বুধবার তিনটি বিলের কপি ছিঁড়ে কাগজের টুকরো ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। পরে হট্টগোলের মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা সংসদ মুলতবি করে দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গুরুত্বপূর্ণ দোষে অভিযুক্ত প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী ৩০ দিন জেলে থাকলে, তাঁকে যথাক্রমে রাষ্ট্রপতি এবং সেই রাজ্যের রাজ্যপাল তাঁদের পদ থেকে সরিয়ে দিতে পারবেন৷ এই সংবিধান সংশোধনী বিল, ২০২৫ বুধবার লোকসভায় পেশ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই বিল নিয়ে ইতিমধ্যেই সংসদের বাইরে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷ লোকসভা বিল পেশ হতেই তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের মণীশ তিওয়ারি, কে সি বেণুগোপাল এবং আসাদউদ্দিন ওয়েসিরা৷
News18
News18
advertisement

লোকসভায় বিল পেশের পরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান শতাব্দী রায়, মিতালি বাগের মতো সাংসদেরা৷ সেই সময়ে, তাঁদের উপরে বিজেপি সাংসদেরা ‘হামলা’ চালায় বলে অভিযোগ৷ মিতালি অভিযোগ তুলে বলেন, ‘‘বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করতে এরকম করা হচ্ছে৷’’ তাঁর অভিযোগ, কিরেন রিজিজু এবং সাংসদ নবনীত সিং বিট্টু তাঁদেরকে ওয়েলে রীতিমতো ধাক্কা দেন৷

advertisement

আরও পড়ুন: ৩০ দিন জেলে থাকলেই সরানো যাবে মুখ্যমন্ত্রীকে…বিল পেশ লোকসভায়! অমিত শাহ বললেন, ‘ইস্তফা তো দিয়েছিলাম..’

অন্যদিকে, বিল পেশের পরেই তুমুল বিক্ষোভ শুরু হয় সংসদে৷ লোকসভায় বিরোধী সাংসদেরা বুধবার তিনটি বিলের কপি ছিঁড়ে কাগজের টুকরো ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। পরে হট্টগোলের মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা সংসদ মুলতবি করে দেন।

advertisement

আরও পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রীকে হঠাৎ চড় মারলেন কেন?…রাজেশ ভাইয়ের মায়ের কথায় মিলল ইঙ্গিত, আত্মীয়কে ছাড়াতে এসেছিলেন, কিন্তু…

এদিন সংবিধান সংশোধনী বিল, ২০২৫ এর বিরোধিতা করে লোকসভা বিরোধী সাংসদ আসাদউদ্দিন ওয়েসি বলেন, এই বিল ক্ষমতার পৃথকীকরণ এবং সাধারণ মানুষের ভোটে সরকার নির্বাচনের প্রাথমিক অধিকারে হস্তক্ষেপ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Session: তৃণমূলের মহিলা সাংসদদের উপরে ‘হামলা’র অভিযোগ..‘কণ্ঠরোধের চেষ্টা,’ দাবি মিতালি বাগের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল