লোকসভায় বিল পেশের পরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান শতাব্দী রায়, মিতালি বাগের মতো সাংসদেরা৷ সেই সময়ে, তাঁদের উপরে বিজেপি সাংসদেরা ‘হামলা’ চালায় বলে অভিযোগ৷ মিতালি অভিযোগ তুলে বলেন, ‘‘বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করতে এরকম করা হচ্ছে৷’’ তাঁর অভিযোগ, কিরেন রিজিজু এবং সাংসদ নবনীত সিং বিট্টু তাঁদেরকে ওয়েলে রীতিমতো ধাক্কা দেন৷
advertisement
অন্যদিকে, বিল পেশের পরেই তুমুল বিক্ষোভ শুরু হয় সংসদে৷ লোকসভায় বিরোধী সাংসদেরা বুধবার তিনটি বিলের কপি ছিঁড়ে কাগজের টুকরো ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। পরে হট্টগোলের মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা সংসদ মুলতবি করে দেন।
এদিন সংবিধান সংশোধনী বিল, ২০২৫ এর বিরোধিতা করে লোকসভা বিরোধী সাংসদ আসাদউদ্দিন ওয়েসি বলেন, এই বিল ক্ষমতার পৃথকীকরণ এবং সাধারণ মানুষের ভোটে সরকার নির্বাচনের প্রাথমিক অধিকারে হস্তক্ষেপ৷