TRENDING:

Parliament Monsoon Session 2023: ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, দলগুলির কাছে বিশেষ আবেদন সংসদ বিষয়ক মন্ত্রীর

Last Updated:

Parliament Monsoon Session 2023: ট্য়ুইটারে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী লিখেছেন, "এবারের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই এবং চলবে ১১ অগাস্ট পর্যন্ত। সব দলের কাছে আমার আবেদন, গঠনমূলক আলোচনা এবং কাজে সংসদকে সহযোগিতা করতে হবে।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজীব চক্রবর্তী, কলকাতা:  সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত। টুইট করে একথা জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। সমস্ত দলের কাছে তিনি আবেদন করেছেন যাতে সংসদ ভালভাবে চলে সে ব্যাপারে সহযোগিতা করে।
কবে থেকে বাদল অধিবেশন
কবে থেকে বাদল অধিবেশন
advertisement

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী লিখেছেন, “এবারের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই এবং চলবে ১১ অগাস্ট পর্যন্ত। সব দলের কাছে আমার আবেদন, গঠনমূলক আলোচনা এবং কাজে সংসদকে সহযোগিতা করতে হবে।” এবারের বাদল অধিবেশনে একগুচ্ছ ইস্যু রয়েছে বিরোধীদের হাতে। কুস্তিগীরের ওপর যৌন হেনস্থা, মনিপুরে অশান্তির মতো ইস্যু ছাড়াও, রয়েছে কো উইন অ্যাপের তথ্য ফাঁসের মত ঘটনা। ফলে সেগুলি নিয়ে সংসদে ঝড় তুলবে বিরোধীরা। এবারের বাদল অধিবেশন অভিন্ন দেওয়ানি বিধি আনার ব্যাপারেও কাজ শুরু হয়েছে। সোমবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন কমিটির চেয়ারম্যান সুশীল মোদি।

advertisement

আরও পড়ুন: বুস্টার ডোজ রেজিস্ট্রেশনের নামে প্রতারণার ছক! কী ভাবে? জানলে অবাক হবেন

বুধবার নিজের বাসভবনে  বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সূত্রের খবর, সেই বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মোদি-শাহ-নাড্ডা৷ পাশাপাশি, এদিন অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রসঙ্গেও প্রবল জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শাহ-নাড্ডা ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন  বিজেপির সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বি এল সন্তোষ-সহ বিজেপি-র অন্য নেতৃত্ব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বৈঠকে উপস্থিত এক ব্যক্তি জানান, পাঁচ ঘণ্টার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে কথা বলেছেন নেতারা৷ ব্যাপক রদবদল হতে চলেছে বিজেপির সাংগঠনিক স্তরেও৷ এছাড়াও, চলতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরাম এবং ছত্তীসগঢ় এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনে বিজেপির রণকৌশল কী হতে চলেছে, তা নিয়েও কথা হয় বৈঠকে৷ যে সমস্ত রাজ্যে নির্বাচন, তারমধ্যে একমাত্র মধ্যপ্রদেশেই ক্ষমতায় রয়েছে বিজেপি৷ কর্ণাটকে হারের পরে এই পাঁচ রাজ্যের নির্বাচনে ভাল ফল বিজেপির কাছে অবশ্যই মুখরক্ষার লড়াই৷ তাছাড়া, লোকসভা ভোটের আগে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতেও মরিয়া মোদি সরকার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Monsoon Session 2023: ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, দলগুলির কাছে বিশেষ আবেদন সংসদ বিষয়ক মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল