প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা। এই নিয়ে তিনবার। প্রধানমন্ত্রী শুধু পরীক্ষার ভয় কাটানোর পথই দেখান না , জীবনে সাফল হওয়ার দিশাও দেখান। পরীক্ষা মে চর্চা ঘিরে ছাত্রছাত্রী থেকে অভিভাবক - সব মহলেই আগ্রহ তুঙ্গে।
সারা ভারত থেকে প্রায় ২ হাজার ছাত্রছাত্রী এদিনের এই পরীক্ষা পে চর্চা ২০২০-তে অংশ নিতে চলেছেন। এঁদের মধ্যে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হবে ৫০ জন বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের উপর৷ তাঁরা একটি আঁকা প্রতিযোগিতায় অংশ নেবে, যার মূল বিষয়বস্তু হল পরীক্ষার বাড়তি চাপ। সবচেয়ে সেরা আঁকাটি দেখানো হবে এই অনুষ্ঠানে।
advertisement
এছাড়াও একটি প্রবন্ধ প্রতিযোগিতা হবে, যাতে অংশ নেবে ১০৫০ জন পড়ুয়া। পাঁচটি বিষয়ের উপর তাদের প্রবন্ধ লিখতে হবে। এই প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী যারা নির্বাচিত হবে, তারা সুযোগ পাবে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার।
দেখুন LIVE
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 20, 2020 11:36 AM IST