অনাথ এই মেয়েটি আশ্রমে যাওয়ার পর আর কোনওদিন গ্রামে ফেরেনি ৷ ২০০৬ সালে ভাইয়ের সঙ্গে ডেরায় পড়াশোনা করতে গিয়েছিল শ্রদ্ধা ৷ এরপর থেকে দু’জন আর ফেরেনি ৷ অনেক চেষ্টা করার পর শ্রদ্ধার ভাই জয়জিৎকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় ডেরা ৷ কিন্তু শ্রদ্ধার এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি ৷ পরিবারের অভিযোগ তাকে বন্দি করে রাখা হয়েছিল ৷ এখন সে বেঁচে রয়েছে কিনা সে বিষয়েও তারা কিছু জানে না ৷
advertisement
ডেরার উপর ভরসা করে পড়াশোনা করার জন্য শ্রদ্ধা ও তার ভাইকে আশ্রমে পাঠানো হয়েছিল ৷ কিন্তু কিছুদিন পর ডেরায় গেলে শ্রদ্ধার সঙ্গে তার পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি ৷ জয়জিৎ লুকিয়ে কখনও কখনও পরিবারের সঙ্গে দেখা করে যেত ৷ সাত বছর ধরে শ্রদ্ধার সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার পরিবারের সদস্যরা ৷ মেয়েকে উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে তার পরিবারের সদস্যরা ৷