আরও পড়ুন: জ্বলল ৪০টি বাস, চলল ভাঙচুর! সপ্তাহ শুরুতেই ফের তপ্ত 'মারাঠা-ভূম'
অবসরপ্রাপ্ত বিচারপতি এমডি গায়কোয়াড়ের নেতৃত্বে গঠিত কমিশনের পর্যবেক্ষণ, মহারাষ্ট্রের মোট জনসংখ্যার ৩০ শতাংশ মারাঠা হলেও, তাঁরা এখনও সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে রয়েছে৷ প্রস্তাবে বলা হয়েছে, পিছিয়ে পড়া সম্প্রদায়ের তকমা দিতে যে ২৫টি শর্ত লাগে, তার সবগুলিতেই মারাঠা সম্প্রদায় ভুগছে৷
advertisement
বর্তমানে মহারাষ্ট্রে সরকারি ক্ষেত্রে মোট ৫২ শতাংশ বিভিন্ন জাতি ও উপজাতির জন্য সংরক্ষিত৷ আগামী ১৫ দিনের মধ্যে মহারাষ্ট্রের মুখ্য সচিব ডি কে জৈনের কাছে এ বিষয়ে রিপোর্ট পেশ করবে কমিশন৷ নানা সাংবিধানিক প্রক্রিয়া শেষ করতে আরও ১৫ দিন নেবে সরকার৷ তারপর আগামী মন্ত্রিসভার বৈঠকে সিল করা রিপোর্টটি পেশ করা হবে৷ সূত্রের খবর, মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশনেই মারাঠা সংরক্ষণ বিল পাস করবে দেবেন্দ্র ফড়নবীশ সরকার৷
গত ১৫ মাস ধরে কমিশন গোটা রাজ্যের নানা অঞ্চলে ঘুরে মারাঠা সম্প্রদায়ের ২ লক্ষ সদস্যের অভাব অভিযোগ শুনেছে৷ ২৫ হাজার মারাঠা পরিবার সার্ভেতে অংশ নেন৷
আরও ভিডিও: সংরক্ষণ চাই! জ্বলছে মহারাষ্ট্র