TRENDING:

Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট! হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট

Last Updated:

Panchayat Election 2023: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে রাজ্য পঞ্চায়েত নির্বাচন। এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানি চলে। সেই মামলাতেই বিচারপতিরা জানান, কলকাতা হাইকোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করা হবে না।
হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট
হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট
advertisement

শুনানি পর্ব চলাকালীন কমিশন বলে, “রাজ্যে ১৮৯ স্পর্শকাতর বুথ। বাকি বুথ এখনও স্পর্শ কাতর চিহ্নিত নয়। জেলা স্পর্শকাতর হয় না। ভোটে বুথ স্পর্শ কাতর হয়। কমিশনের বাহিনী প্রয়োজন। সংখ্যা জানিয়ে রাজ্যকে অনুরোধ করে কমিশন। কোন বাহিনী দেবে তা রাজ্যের সিদ্ধান্ত।”

এরপরেই সুপ্রিম কোর্ট বলে, ” এই যুক্তি যদি কমিশনের হয়, তাহলে সুপ্রিম কোর্টে কমিশনের আসার যৌক্তিকতা কোথায়! হাইকোর্টের বাহিনী নির্দেশে কমিশন অসন্তুষ্ট হবে কেন! কমিশন বাহিনীর অনুরোধ করে রাজ্যকে ছেড়ে দিক। বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী যদি কেন্দ্র দেয়, সেখানে কমিশনের আপত্তি থাকবে কেন! রাজ্য যখন ভিন রাজ্য থেকে বাহিনী আনার প্রয়োজন অনুভব করেছে, তাহলে এটা বলার প্রয়োজন এর অপেক্ষা রাখে না পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করার জন্য অপর্যাপ্ত পুলিশ।”

advertisement

আরও পড়ুন, আজ রথযাত্রার পুণ্যতিথি কত ক্ষণ থাকবে? দিনভর শুভ মুহূর্তই বা কখন? জানুন

আরও পড়ুন, হাড়হিম ঘটনা হাওড়ায়! শূন্যে চলল ‘গুলি’! দিনে-দুপুরে ব্যবসায়ীর উপর হামলায় তোলপাড়

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, “পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাসের লাইসেন্স নয়। নির্বাচন ঘোষণার পর থেকে যা ঘটছে, তার প্রেক্ষিতেই অনেকে হাইকোর্টে আবেদন করেছেন। নিরাপত্তার বিষয় যদি সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত হয়, তাহলে বাহিনী নিয়ে কমিশন এত উদ্বিগ্ন কেন? পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে অশান্তি বাড়তে দেওয়া যায় না।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট! হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল