TRENDING:

প্যান কার্ড না থাকলে করতে পারবেন না এই ১০টি জরুরি কাজ

Last Updated:

জেনে নিন কী কী ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। আইটি রিটার্নের ক্ষেত্রে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ ফলে প্যানের চেয়ে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আধার কার্ডকে ৷ কিন্তু এর অথার্ৎ এটা নয় যে প্যান কার্ড আর গুরুত্বপূর্ণ নয় ৷ আধারের পাশাপাশি প্যান কার্ড থাকাও দেশের নাগরিকদের জন্য অত্যন্ত জরুরি ৷ আয়কর বিভাগের সঙ্গে করা প্রত্যেকটি লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক ৷ এছাড়াও বেশ কয়েকটি লেনদেনর ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ৷ জেনে নিন কী কী ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ?
advertisement

১. গাড়ি- টুই উইলার বা প্রাইভেট গাড়ি কেনা ও বিক্রি করার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক ৷

২. ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইস্যু করার জন্যেও প্যান কার্ড অত্যন্ত জরুরি ৷

৩. হোটেল বা রেস্তোরাঁয় একবারে ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট ক্যাশের করেন তাহলে প্যান কার্ড জরুরি ৷

৪. বিদেশ যাত্রার ক্ষেত্রে বা একবারে ৫০,০০০ টাকার বেশি বিদেশি কারেন্সি এক্সচেঞ্জ করলে প্যান নম্বর দিতে হবে ৷

advertisement

৫.Mutual Fund-এর ইউনিট আইকেনার জন্য ৫০,০০০ টাকার বেশি পেমেন্ট করলে লাগবে প্যান কার্ড ৷

৬. ইনস্টিটিউশন বা সংস্থার বন্ড কেনার জন্য ৫০,০০০ টাকার বেশি দিতে হলে লাগবে প্যান কার্ড ৷

৭. বিমা সংস্থায় জীবন বিমা প্রিমিয়াম হিসেবে বছরে ৫০,০০০ টাকার বেশি জমা দিলে লাগবে প্যান কার্ড ৷

৮. রিজার্ভ ব্যাঙ্কের জারি করা বন্ড কেনার জন্য ৫০,০০০ টাকার বেশি দিতে হলে লাগবে প্যান নম্বর ৷

advertisement

৯. একবারে ২ লক্ষ টাকার বেশি জিনিস কিনলে বা বিক্রি করলে দিতে হবে প্যান কার্ড ৷

১০. আটি রিটার্ন জমা দেওয়ার জন্য লাগবে প্যান কার্ড ৷

বাংলা খবর/ খবর/দেশ/
প্যান কার্ড না থাকলে করতে পারবেন না এই ১০টি জরুরি কাজ