TRENDING:

আধার-প্যান কার্ড সংযোগের সময়সীমা বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর

Last Updated:

আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়ানো হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতের মাটিতে নিজের আধিপত্য বিস্তার করেই চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রুখতে দেশের একটা বড় অংশ লকডাউন। দেশজুড়ে এই ‘জরুরী অবস্থা’র মধ্যেই আয়কর ক্ষেত্রে ছাড় এবং জিএসটি-তে ছাড়ের কথা ঘোষণা করল কেন্দ্র ৷
advertisement

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক সম্মেলনে জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আয়কর ক্ষেত্রে ছাড়, জিএসটিতে ছাড় দেওয়া হবে ৷ পাশাপাশি আয়কর রিটার্নের সময়সীমাও বাড়ানো হয়েছে ৷ ১৮-১৯ অর্থবর্ষের আয়করের রিটার্নের সময়সীমা বেড়ে হল ৩০ জুন ৷ আয়করের ক্ষেত্রে দেরিতে রিটার্নে ৯% সুদ ৷ আয়করের ক্ষেত্রে ১২ থেকে কমে সুদ দাঁড়াল ৯% ৷ এছাড়া দেরিতে টিডিএসে সুদ ৯% করা হয়েছে ৷ টিডিএসের ক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমে সুদ হল ৯% ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দির নির্মাণে বাড়িয়ে দিয়েছিল হাত, সেই রাজপরিবারেই ১৩ কালীর আরাধনা, বিশাল আয়োজন!
আরও দেখুন

এছাড়া  আধার-প্যান লিঙ্কের সময়সীমাও বাড়ানো হল ৷ সময়সীমা বেড়ে ৩০ জুন করা হয়েছে ৷  এপ্রিল-জুন মাসের GST জুনেও দেওয়া যাবে ৷ মার্চ-মে জিএসটি দেওয়া যাবে জুনে ৷  দেরিতে জিএসটিতে দিলে জরিমানা হবে না ৷ জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷  আধার-প্যান কার্ড সংযুক্তিকরণের মেয়াদ বেড়ে হল ৩০ জুন ২০২০। যার শেষ তারিখ ছিল ৩১ মার্চ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আধার-প্যান কার্ড সংযোগের সময়সীমা বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল