মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক সম্মেলনে জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আয়কর ক্ষেত্রে ছাড়, জিএসটিতে ছাড় দেওয়া হবে ৷ পাশাপাশি আয়কর রিটার্নের সময়সীমাও বাড়ানো হয়েছে ৷ ১৮-১৯ অর্থবর্ষের আয়করের রিটার্নের সময়সীমা বেড়ে হল ৩০ জুন ৷ আয়করের ক্ষেত্রে দেরিতে রিটার্নে ৯% সুদ ৷ আয়করের ক্ষেত্রে ১২ থেকে কমে সুদ দাঁড়াল ৯% ৷ এছাড়া দেরিতে টিডিএসে সুদ ৯% করা হয়েছে ৷ টিডিএসের ক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমে সুদ হল ৯% ৷
advertisement
এছাড়া আধার-প্যান লিঙ্কের সময়সীমাও বাড়ানো হল ৷ সময়সীমা বেড়ে ৩০ জুন করা হয়েছে ৷ এপ্রিল-জুন মাসের GST জুনেও দেওয়া যাবে ৷ মার্চ-মে জিএসটি দেওয়া যাবে জুনে ৷ দেরিতে জিএসটিতে দিলে জরিমানা হবে না ৷ জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আধার-প্যান কার্ড সংযুক্তিকরণের মেয়াদ বেড়ে হল ৩০ জুন ২০২০। যার শেষ তারিখ ছিল ৩১ মার্চ।