TRENDING:

Kashmir Terror Attack: 'ওদের হার্টের সমস্যা, মরণাপন্ন...', ছেলেকে বুকে জড়িয়ে পাকিস্তানি বাবা-মার কাতর আর্তি, দিল্লিতে চিকিৎসার অনুমতি দিল ভারত?

Last Updated:

Kashmir Terror Attack: পাকিস্তানের নাগরিক, দুই সন্তান গুরুতর অসুস্থ, তাই চিকিৎসার জন্য ভারতে নিয়ে এসেছিলেন। তারপরই কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটেছে সন্ত্রাসবাদী হামলা, এমন অবস্থায় সন্তানদের নিয়ে মহা বিপদে পড়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ তারা পাকিস্তানের নাগরিক। দুই সন্তান গুরুতর অসুস্থ, তাই চিকিৎসার জন্য ভারতে নিয়ে এসেছিলেন। তারপরই কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটেছে সন্ত্রাসবাদী হামলা। এই মুহূর্তে ভারত সরকার ভারতে বসবাসকারী এবং যে কোনও কাজের জন্য যারা পাকিস্থান থেকে ভারতে এসেছে তাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে অবিলম্বে। এমন অবস্থায় সন্তানদের নিয়ে মহা বিপদে পড়েছেন। ভারত এবং পাকিস্তান উভয় দেশের সরকারের কাছে আবেদন করেছেন দেশে ফিরে যাওয়ার আগে অন্তত সন্তানদের চিকিৎসা শেষ করার অনুমতি দেওয়া হোক।
ছেলেদের চিকিৎসার আর্জি পাকিস্তানি বাবার।
ছেলেদের চিকিৎসার আর্জি পাকিস্তানি বাবার।
advertisement

সিন্ধু প্রদেশের হায়দরাবাদ থেকে দুই সন্তানকে নিয়ে ভারতে চিকিৎসা করাতে নিয়ে এসেছেন এক পাকিস্তানি দম্পতি। অসহায় বাবা টেলিফোনে জিও নিউজের সঙ্গে কথা বলেন, তাঁর অনুরোধ দুই সন্তানের বয়স মাত্র ৯ এবং ৭ বছর। তারা জন্মগত হৃদযন্ত্রের সমস্যায় ভুগছে। তাদের চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত যেন তাদের ভারতে থাকার অনুমতি দেওয়া হয়। যদিও ওই বাবার পরিচয় জানায়নি চ্যানেল।

advertisement

আরও পড়ুনঃ পহেলগাঁও গণহত্যার মাস্টারমাইন্ড! অনন্তনাগের আমআদমি আদিল কীভাবে হয়ে উঠল লস্কর জঙ্গি? পাকিস্তানে গিয়েই মগজধোলাই? জানুন

জানা গিয়েছে, দুটি শিশুরই হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকায় নয়াদিল্লি এসে তাদের চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু তার মধ্যেই পহেলগাঁওয়ের এই ঘটনা। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল ও চিকিৎসকরা পরিবারকে সহযোগিতা করছেন, তবে পুলিশ ও পররাষ্ট্র দফতর তাদের দ্রুত দিল্লি ত্যাগ করতে বলেছে। দুই শিশুর বাবা বলেন, “সরকারের কাছে আবেদন করছি, আমার বাচ্চাদের চিকিৎসা সম্পূর্ণ করার অনুমতি দেওয়া হোক। আমাদের যাতায়াত, থাকা এবং তাদের চিকিৎসার জন্য প্রায় ১ কোটি টাকা খরচ করেছি।”

advertisement

আরও পড়ুনঃ ‘প্ল্যান এ ফেল, প্ল্যান বি, ৩৫ বন্দুক…!’ মোজা থেকে বেরয় কীপ্যাড ফোন! পহেলগাঁওয়ে জঙ্গিদের মধ্যে সেদিন কী কথা হচ্ছিল? কী ছিল প্ল্যান ‘এ’? শুনেছিলেন একতা

লাহোরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের তরফে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানে থাকা ১০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এক্সপ্রেস ট্রিবিউন এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে জানিয়েছে, বৃহস্পতিবার ১০৫ জন ভারতীয় এবং ভারতে থাকা ২৮ জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার লাহোরের কাছে ওয়াঘা সীমান্ত দিয়ে আরও অনেক ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন এবং একইসঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানের বাসিন্দাও ভারত থেকে ফিরেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ২৬ জনের মৃত্যু হয়, যা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর উপত্যকায় সবচেয়ে মারাত্মক হামলা। এই হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে অনেক বসল নিয়ে এসেছে ইতিমধ্যেই। বাতিল হয়েছে একাধিক চুক্তি। পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পরিষেবা প্রত্যাহারও করা হয়েছে, আর তাতেই সমস্যায় পরেছে পাকিস্তান থেকে ভারতে চিকিৎসা করাতে আসা এই পরিবার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Terror Attack: 'ওদের হার্টের সমস্যা, মরণাপন্ন...', ছেলেকে বুকে জড়িয়ে পাকিস্তানি বাবা-মার কাতর আর্তি, দিল্লিতে চিকিৎসার অনুমতি দিল ভারত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল