উরি হামলার জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷ বৃহস্পতিবার ভোর আড়াইটে নাগাদ সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢোকে সেনা বাহিনী ৷ ভিমবের, হটস্প্রিং সেল এবং লিপা সেক্টরে হামলা চালিয়ে সাতটি পাক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় জওয়ানরা ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে জঙ্গিদের অন্তত ৭টি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস ৷ অভিযানে প্যারাড্রপিংয়ে করে ভারতীয় সেনা ৷ বৃহস্পতিবার ভোর চারটেয় এই অপারেশন শেষ হয়েছে বলে জানায় ডিজিএমও রণবীর সিং ৷
advertisement
এরপরই বৃহস্পতিবার গভীর রাতে জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে গুলি ছোড়ে পাক সেনারা। এর আগে ২৮ সেপ্টেম্বর পুঞ্চ সেক্টরের সাবজিয়ার এলাকায় ভারতীয় সেনাবাহিনীর পোস্টগুলি নিশানা করে গুলি চালিয়েছিল পাক সেনা।এর আগে উরি হামলার দু’দিন পর গত ২০ সেপ্টেম্বরও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি ও জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তান ৷ তার আগে গত ৬ সেপ্টেম্বর পুঞ্চে LoC বরাবর মর্টার হামলা চালায় পাক সেনা ৷ ২ সেপ্টেম্বরও আখনুর সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটিকে টার্গেট করে গুলি ছোড়ে পাক বাহিনী ৷
গতবছর ৪০৫ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান ৷ এর জেরে মৃত্যু হয়েছে ১৬ জন নাগরিকের ৷ আহত হয়েছেন ৭১জন ৷