গতকাল রাত আড়াইটে নাগাদ মেনধর মানকোল সীমান্তরেখা বরাবর গোলাগুলি শুরু করে পাক বাহিনী ৷ এভাবে গোলাগুলি চালানোর ফাঁকে সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে ৷
দু’দিন আগে কৃষ্ণ ঘাঁটি সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের ৷ ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ফের হামলা চালাল পাক সেনা ৷ পাকিস্তান রেঞ্জার্সের ছোঁড়া রকেটের ঘায়ে মৃত্যু হল দুই ভারতীয় সেনা জওয়ানের ৷ এর মধ্যে একজন বিএসএফ ও আরেকজন সেনা জওয়ান ছিলেন। ২ জওয়ান মারা যেতেই, সঙ্গে সঙ্গে তাঁদের মুণ্ডচ্ছেদ করে চলে যায় পাক বাহিনী। ভারতীয় ভূখণ্ডের প্রায় ২৫০ মিটার ভিতরে চলে এসেছিল তারা ও সেখানে হামলা চালানোর জন্য ঘাপটি মেরে বসেছিল ৷ তবে পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2017 10:00 AM IST