TRENDING:

ইফতারের আগে খেয়ে নেওয়ায় বৃদ্ধকে বেধড়ক মারল পাকিস্তানি পুলিশ

Last Updated:

ভীষণ খিদে পেয়েছিল ৷ তাই আগুপিছু কিছু না ভেবে ঘরের দাওয়ায় বসে ভাত খাচ্ছিলেন বৃদ্ধ গোকাল দাস ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: ভীষণ খিদে পেয়েছিল ৷ তাই আগুপিছু কিছু না ভেবে ঘরের দাওয়ায় বসে ভাত খাচ্ছিলেন বৃদ্ধ গোকাল দাস ৷ কিন্তু বুঝতে পারেননি ‘অসময়ে’ খাওয়ার ‘অপরাধে’ শাস্তি পেতে হবে তাঁকে ৷ ইফতার শুরুর ৪০ মিনিট আগে প্রকাশ্যে খাওয়ার অপরাধে পাকিস্তানি কনস্টেবলের হাতে বেধড়ক মার জোটে বৃদ্ধের কপালে ৷
advertisement

এখন চলছে রমজান মাস ৷ ইফতারের আগে যে কিছু খাওয়া যায় না, সেটা জানতেন না হিন্দু ধর্মাবলম্বী গোকাল দাস ৷ এই অজ্ঞানতা সহ্য করতে পারেনি পাকিস্তানি পুলিশ কর্মী আলি হাসান ৷ বৃদ্ধকে সবক শেখাতে চেয়ে তাঁর উপর নির্মম অত্যাচার করেন ওই পুলিশ কনস্টেবল ৷

ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় ৷ বৃদ্ধের নাতি বিনোদ কুমার ওই পুলিশ কর্মীর নামে থানায় এফআইআর দায়ের করেন ৷ একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রক্তাক্ত গোকুল দাসের ছবি ৷ এরপরই মিডিয়ার প্রবল সমালোচনার চাপে পড়ে অভিযুক্ত পুলিশ অফিসারকে গ্রেফতার করতে বাধ্য হয় পাক পুলিশ ৷ একই সঙ্গে স্থানীয় ইন্সপেক্টর জেনারেল বৃদ্ধের উপর সুবিচারের আশ্বাস দিয়েছেন ৷

advertisement

রমজান মাসে রোজা রাখেন মুসলিম ধর্মাবলম্বীরা ৷ সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা খোলেন তাঁরা ৷ সূর্যাস্তের আগে কোনও রকম খাদ্য গ্রহণ তাঁদের মতে পাপ ৷ জিয়া উল হকের আমল থেকে পাকিস্তানে বহাল হয়েছে এথিরাম এ রামাদান নামে এক কালা কানুন।

ওই আইন অনুয়ায়ী রমজানের সময় পাঁচজনের সামনে খাওয়াদাওয়া করা অপরাধ, তা সংশ্লিষ্ট ব্যক্তি যদি হিন্দু ধর্মের নাও হন, তাহলেও তাঁকে এই নিয়ম মানতে হবে ৷ কিন্ত এই নিয়মটাই ভেঙে ফেলেছিলেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি জেলার বাসিন্দা গোকাল দাস।

advertisement

এই সময়ে সাধারণত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রকাশ্যে কেউ কিছু খান না। তাই বলে হিন্দুরাও খাওয়া-দাওয়া বন্ধ করে রাখেন তা নয়। সবই চলে পর্দা টাঙ্গিয়ে, অন্দরে বসে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিভিন্ন মানবাধিকার কর্মী এবং সুধার সভা সভাপতি অমরনাথ রণধাওয়া অভিযু্ক্ত পুলিশকর্মীর কড়া শাস্তির আবেদন জানিয়েছেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইফতারের আগে খেয়ে নেওয়ায় বৃদ্ধকে বেধড়ক মারল পাকিস্তানি পুলিশ