TRENDING:

শিবসেনার চাপে বাতিল গুলাম আলির কনসার্ট

Last Updated:

শুক্রবার মু্ম্বইয়ের শানমুখনন্দ হলে পারফর্ম করার কথা ছিল প্রখ্যাত গজল শিল্পী গুলাম আলির ৷ তাঁর কনসার্ট দেখার জন্য গজলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ৷ কিন্তু তাঁদের সব আশায় জল ঢেলে দিলেন একটি রাজনৈতিক দলের নেতারা ৷ মহারাষ্ট্রে এখন বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়েছে শিবসেনা ৷ আর এই ক্ষমতা বলেই কনসার্ট শেষপর্যন্ত বাতিল করে দিলেন তাঁরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: শুক্রবার মু্ম্বইয়ের শানমুখনন্দ হলে পারফর্ম করার কথা ছিল প্রখ্যাত গজল শিল্পী গুলাম আলির ৷ তাঁর কনসার্ট দেখার জন্য গজলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ৷ কিন্তু তাঁদের সব আশায় জল ঢেলে দিলেন একটি রাজনৈতিক দলের নেতারা ৷ মহারাষ্ট্রে এখন বিজেপি-র সঙ্গে জোট সরকার গড়েছে শিবসেনা ৷ আর এই ক্ষমতা বলেই কনসার্ট শেষপর্যন্ত বাতিল করে দিলেন তাঁরা ৷ গজল শিল্পী গুলাম আলির দোষ একটাই, তিনি পাকিস্তানী ৷ আর এর জন্য প্রথম থেকেই কনসার্ট বাতিল করার পক্ষে ছিল শিবসেনা ৷ শেষপর্যন্ত সেই কাজে সফল হলেন তাঁরা ৷ অনুষ্ঠানের সংগঠকরা এদিন শিবসেনার উধ্যব ঠাকরের সঙ্গে গিয়ে দেখাও করেন ৷ বেশ কিছুক্ষণ বৈঠকের পর অবশেষে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন তাঁরা ৷ শিবসেনার একটাই বক্তব্য, ‘ ওরা আমাদের দেশের সেনাদের হত্যা করছে ৷ আমরা কিছুতেই পাকিস্তানের সঙ্গে এখন সাংস্কৃতিক চুক্তি করতে পারি না ৷’ প্রয়াত গজল শিল্পী জগজিৎ সিং-এর স্মৃতিতেই এই কনসার্ট করার কথা ছিল গুলাম আলির ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
শিবসেনার চাপে বাতিল গুলাম আলির কনসার্ট