সেনা সূত্রের খবর, মঙ্গলবার রাতে ভারতের উত্তর-পশ্চিমে পঞ্জাব সীমান্তের কাছে পাক ড্রোনের আনাগোনা নজরে আসে ভারতীয় সেনার। ড্রোনের ওড়াওড়ি দেখা মাত্রই সতর্ক হয়ে যায় সেই সময় টহলের দায়িত্বে থাকা সেনাকর্মীরা। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় পাল্টা ড্রোন উড়িয়ে ধ্বংস করা হবে পাক ড্রোনকে।
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
advertisement
সেই মতো কাজও হয় তড়িঘড়ি। পাল্টা ড্রোন উড়িয়ে পাক ড্রোনকে ধ্বংস করে সীমান্তরক্ষী বাহিনী।
কিন্তু, এখানেই শেষ নয়। ভোর রাতে পাক সীমান্তে নজরে আসে আরও এক সন্দেহজনক পাক ড্রোন। ড্রোন থেকে ফেলা ২৫ প্যাকেট মাদক উদ্ধার হয় সীমান্তের এপাড় থেকে। ভারতীয় সেনার তৎপরতায় পাক সীমান্তের কাছে ভেঙে পড়ে ড্রোনটি। সেখান থেকে ড্রোনটি নিয়ে যায় পাক সেনা।
advertisement
Location :
First Published :
December 21, 2022 3:37 PM IST