সেদিনের সেই ভয়াবহ জঙ্গিহামলার একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন এক পর্যটক। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর তাঁর অজান্তেই সেই ক্যামেরায় উঠে এসেছে জঙ্গিদের বর্বর হত্যাকাণ্ড।
advertisement
জিপলাইনে চড়ে যাওয়ার সময় সেলফি ক্যামেরায় ধরা পড়েছে নীচে প্রাণ বাঁচাতে ছুটছেন পর্যটকেরা। গুলি এসে এক পর্যটকের পিঠে লাগে, মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই ভিডিও দেখলে আপনি শিউরে উঠবেন নিশ্চিত। পিছনে শোনা যাচ্ছে বন্দুক থেকে চলছে একের পর এক গুলি।
৫৩ সেকেন্ডের এই ভিডিওর শুরুতেই দেখা যায়, ওই যুবক অত্যন্ত আনন্দে সেলফি অন করে তাঁর যাত্রা শুরু করছেন। ভ্যালির উপর মাঝপথেই ওই দৃশ্য। ততক্ষণে জঙ্গিহামলা শুরু হয়ে গিয়েছে। জিপলাইনে থাকা ওই ব্যক্তির নাম ঋষি ভাট। তিনি কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন।
আরও পড়ুন: সুপারহিট সব ছবির অভিনেতা, এখন সিকিউরিটি গার্ডের কাজ করেন! কেন? কারণ শুনলে চোখে জল আসবে
পহেলগাঁও হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য আসছে একের পর এক। তদন্তকারীদের দাবি, প্রায় ২০ থেকে ২২ ঘণ্টা ট্রেক করে এসেছিল জঙ্গিরা। কোকেরনাগ জঙ্গল থেকে দুর্গম এলাকা পেরিয়ে বৈসারন উপত্যকা পর্যন্ত এসেছিল তারা। সূত্রের খবর, হামলার সময় জঙ্গিরা দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিল। একটি স্থানীয় বাসিন্দার, অপরটি এক পর্যটকের। হামলায় এখনও পর্যন্ত মোট চার জঙ্গি জড়িত ছিল বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন স্থানীয় বাসিন্দা আদিল ঠোকার বলে জানা গিয়েছে।
